WBBSE Class 9 Sahityachayan “সাহিত্য সঞ্চয়ন” Answer (Bengali Medium) | রাধারাণী Chapter Answer

Class 9 Sahityachayan

রাধারাণী

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো।

প্ৰশ্নঃ রাধারাণীদের বিক্রি হওয়া সম্পত্তির তৎকালীন মূল্য-

(a) দশ লক্ষ টাকা (b) পাঁচ লক্ষ টাকা

© দশ হাজার টাকা (d) কুড়ি লক্ষ টাকা।

উত্তরঃ

প্ৰশ্নঃ রথের মেলা যে মাসে হয়েছিল

(a) বৈশাখ (b) শ্রাবণ © ভাদ্র (d) জ্যৈষ্ঠ।

উত্তরঃ

প্ৰশ্নঃ রাধারাণীদের কুটিরের নিকট যার কাপড়ের দোকান ছিল-

(a) কমললোচন (b) পদ্মলোচন

© ভীষ্মলোচন (d) ত্রিলোচন।

উত্তরঃ

প্ৰশ্নঃ নোটে যে নাম লেখা ছিল, তা হলো বুক্মিণীকুমার

(a) ঘোষ (b) মিত্র © ভট্টাচার্য (d) রায়।

উত্তরঃ

প্ৰশ্নঃ ‘রাধারাণী’ গদ্যাংশটির প্রথম পরিচ্ছেদ যে মাসে সংঘটিত হয়েছে

(a) অগ্রহায়ণ (b) জ্যৈষ্ঠ © আষাঢ় (d) শ্রাবণ।

উত্তরঃ

প্ৰশ্নঃ রাধারাণী’ রচনাটি যে উপন্যাস হতে গৃহীত-

(a) কৃষ্ণকান্তের উইল  (b) রজনী  © দুইবোন  (d) রাধারাণী।

উত্তরঃ

প্ৰশ্নঃ “আমি বলি তোমাদের কুটুম্ব”-বস্তুা হলেন-

(a) পদ্মলোচন  (b) রাধারাণী  © রাধারাণীর মা  (d) পদ্মনাভ

উত্তরঃ

প্ৰশ্নঃ রাধারাণীর মায়ের রথের দিন প্রয়োজন হয়েছিল-

(a) পথ্যের  (b) খাবারের  © ওষুধের  (d) পোশাকের।

উত্তরঃ

প্ৰশ্নঃ রাধারাণী যে মালা গেঁথেছিল তা ছিল 

(a) জুঁই ফুল  (b) টগর ফুল © গাঁদা ফুল (d) বনফুল

উত্তরঃ

প্ৰশ্নঃ “একখানি ছিল ……”

(a) জামা (b) জুতো © কাপড় (d) পাজামা।

উত্তরঃ

প্ৰশ্নঃ রাধারাণীর মা আপিল করেন-

(a) প্রিভি কাউন্সিলে (b) জেলা আদালতে

©  হাইকোর্টে (d)  রাজবাড়িতে।

উত্তরঃ

প্ৰশ্নঃ সমভিব্যহারী রাধারাণীকে তার ফুলের মালার যে দাম বলেছিল, তা হলো-

(a) এক পয়সা (b) তিন পয়সা ©  চার পয়সা (d) পাঁচ পয়সা। 

উত্তরঃ

প্ৰশ্নঃ রাধারাণীর বয়স

(a) ১২-১৩ বছর  (b) ১০-১১ বছর © ১৩-১৪ বছর (d) ১১-১২ বছর।

উত্তরঃ

প্ৰশ্নঃ রাধারাণীদের কুটিরের নিকটেই যার বাড়ি ছিল

(a) রুক্মিণীকুমারের (b) পদ্মলোচনবাবুর

© রামশরণবাবুর (d) অয়োচরণের।

উত্তরঃ

প্ৰশ্নঃ রাধারাণী নামে এক বালিকা রথ দেখতে গিয়েছিল –

(a) মাহেশে  (b) পুরীতে  © মামাবাড়িতে  (d) নবদ্বীপে।

উত্তরঃ

প্ৰশ্নঃ বালিকার বয়স-

(a) সাত  (b) একাদশ © নয় (d) ছয়।

উত্তরঃ

প্ৰশ্নঃ রাধারাণী রথের মেলায় যা বিক্রি করতে গিয়েছিল

(a) কুন্দফুলের মালা (b) বনফুলের মালা

© গাঁদাফুলের মালা (d)  টগরের মালা।

উত্তরঃ

প্ৰশ্নঃ রাধারাণী ছিল

(a) পিতৃহীনা (b) মাতৃহীনা © পিতৃ-মাতৃহীনা (d) গরিব।

উত্তরঃ

প্ৰশ্নঃ “আমরাও ভিখারী হইয়াছি”-বক্তা কে? 

(a) পদ্মকুমার (b) রাধারাণী © রাধারাণীর মা (d) রুক্মিণীকুমার।

উত্তরঃ

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্ৰশ্নঃ রাধারাণী রোদন বন্ধ করেছিল কেন?

উত্তরঃ

প্ৰশ্নঃ তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে”-কেন রাধারাণী একথা তাকে বলেছিল?

উত্তরঃ

প্ৰশ্নঃ “পোড়ারমুখো কাপুড়ে মিন্সে” কাকে বলা হয়েছে?

উত্তরঃ

প্ৰশ্নঃ রুক্মিণীকুমারকে রাধারাণী নিজের কী পরিচয় দিয়েছিল?

উত্তরঃ

প্ৰশ্নঃ রাধারাণী বনফুল দিয়ে মালা গেঁথেছিল কেন?

উত্তরঃ

প্ৰশ্নঃ নোটে কে, কী নাম লিখেছিলেন?

উত্তরঃ

প্ৰশ্নঃ “তুমি আমার হাত ধরো” কাকে এ কথা বলা হয়েছে?

উত্তরঃ

প্ৰশ্নঃ গল্পে কোন স্থানের বিখ্যাত শাড়ির কথা উল্লিখিত হয়েছে?

উত্তরঃ

প্ৰশ্নঃ “অগত্যা রাধারাণী কাঁদিতে কাঁদিতে ফিরিল”- রাধারাণীর কান্নার কারণ কী?

উত্তরঃ

প্ৰশ্নঃ “আমি দঃখী লোকের মেয়ে”- বস্তা নিজেকে ‘দুঃখী লোকের মেয়ে’ বলেছে কেন?

উত্তরঃ

প্ৰশ্নঃ তাহার নামও নোটে লেখা আছে” কার নামের কথা বলা হয়েছে?

উত্তরঃ

প্ৰশ্নঃ তাহার নামও নোটে লেখা আছে” কার নামের কথা বলা হয়েছে?

উত্তরঃ

ব্যাখ্যাভিত্তিক প্রশ্নোত্তর

প্ৰশ্নঃ “তাহার নাম রুক্মিণীকুমার রায়”-কার নাম? তাঁর পরিচয় দাও।

উত্তরঃ

প্ৰশ্নঃ “তুমি মালা বেচ ত আমি কিনি” বক্তা কে? কাকে একথা বলেছিলেন এবা কেন?

উত্তরঃ

প্ৰশ্নঃ “সেই এক পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল।” মন্তব্যটি ব্যাখ্যা করো।

উত্তরঃ

প্ৰশ্নঃ রাধারাণীর মায়ের দুর্দশার কারণ কী?

উত্তরঃ

রচনাধর্মী প্রশ্নোত্তর

প্ৰশ্নঃ রাধারাণীর কর্তব্যপরায়ণতা, দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম, বুদ্ধিমতী মেয়ের অকপট স্বীকারোক্তি, নির্লোভ মন এই চরিত্রকে কেন স্বতন্ত্র ঘরানার মর্যাদা দিয়েছে, তা ‘রাধারাণী’ গল্প অবলম্বনে লেখো।

অথবা, রাধারাণীর চরিত্র আলোচনা করো।

উত্তরঃ

প্ৰশ্নঃ “রাধারাণী নামে এক বালিকা মাহেশে রথ দেখিতে গিয়াছিল”। মাহেশে রথ দেখতে যাওয়ার কারণ কী? রথ দেখতে গিয়ে রাধারাণীর কী অভিজ্ঞতা হয়েছিল?

উত্তরঃ

প্ৰশ্নঃ “তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে”- ‘তাহারা’ বলতে কাদের কথা বলা হয়েছে? কোন প্রসঙ্গে এই উক্তি? তাহারা দরিদ্র অথচ লোভী নয় কেন?

উত্তরঃ

Paid Answer Link (Membership User)