Class 9 Sahityachayan
চিঠি
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো।
প্রশ্নঃ “তাঁর সঙ্গে মানিয়ে চলা অসম্ভব।” তাঁর বলতে যাঁর কথা বলা হয়েছে তিনি হলেন
(a) মিস মুলার (b) মিস নোক্স © মি: সেভিয়ার (d) মিসেস বুল।
উত্তরঃ
প্রশ্নঃ ‘চিঠি’ নামক পত্রটি রচিত হয়েছে –
(a) ৩০ জুলাই, ১৮৯৭ (b) ২৯ জুলাই, ১৮৯৯
© ৩০ জুলাই, ১৮৯৮ (d) ২৯ জুলাই, ১৮৯৭।
উত্তরঃ
প্রশ্নঃ এই পত্রটি যাঁর উদ্দেশে লেখা-
(a) মি: সেভিয়ার (b) মিস মুলার © মিস নোব্ল (d) মিসেস বুল।
উত্তরঃ
প্রশ্নঃ ভগিনী নিবেদিতার ‘The Web of Indian Life’ গ্রন্থটির ভূমিকা লিখেছেন-
(a) স্বামী বিবেকানন্দ (b) রবীন্দ্রনাথ ঠাকুর
© লেখিকা স্বয়ং (d) মিসেস বুল।
উত্তরঃ
প্রশ্নঃ মিস নোব্ল জন্মগ্রহণ করেন
(a) ১২ অক্টোবর, ১৯১১ (b) ২৮ অক্টোবর, ১৮৬৭
© ২৫ মার্চ, ১৮৯৮০ (d) ২৮ জানুয়ারি, ১৮৯৮।
উত্তরঃ
প্রশ্নঃ মিস মুলারের সম্পূর্ণ নাম
(a) মিস মার্গারেট মূলার (b) মিস জোসেফাইন মুলার
© মিস হেনরিয়েটা (d) মিস ম্যাকলাউড।
উত্তরঃ
প্রশ্নঃ শ্বেতাঙ্গ কাদের বলে?
(a) যাদের গায়ের রং কালো (b) ইংরেজ-আদি ইউরোপীয়দের
© যাদের গায়ের রং সাদা (d) যাদের শ্বেতী রোগ আছে।
উত্তরঃ
প্রশ্নঃ বিবেকানন্দ কাকে ‘নারীকুলের রত্ন’ বলেছেন?
(a) মিস নোব্লকে (b) মিস ম্যাকলাউডকে
© মিসেস সেভিয়ারকে (d) মিসেস বুলকে।
উত্তরঃ
প্রশ্নঃ স্বামীজি কাকে ‘ধীরামাতা’ বলে সম্বোধন করতেন?
(a) মিস নোব্লকে (b) মিস মুলারকে
© মিসেস বুলকে (d) মিসেস ম্যাকলাউডকে।
উত্তরঃ
প্রশ্নঃ পাঠ্যাংশের ‘চিঠি’ নামক পত্রটির রচনাকার
(a) মিস নোব্ল (b) মি: ই টি স্টার্ডি
© স্বামী বিবেকানন্দ (d) মি: সেভিয়ার।
উত্তরঃ
প্রশ্নঃ “কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো”- কে বলেছিলেন?
(a) মুলার (b) মিস নোব্ল
© স্বামী বিবেকানন্দ (d) মি: সেভিয়ার।
উত্তরঃ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্নঃ “তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি।” স্বাগত জানানোর কারণ কী?
উত্তরঃ
প্রশ্নঃ “মরদ কি বাত হাতি কা দাঁত”- কথাটির অর্থ কী?
উত্তরঃ
প্রশ্নঃ “আমার দু-জন বন্ধু…”- দু’জন বন্ধুর নাম লেখো।
উত্তরঃ
প্রশ্নঃ “তাঁরা ইউরোপ হয়ে এদেশে আসছেন”- ‘তাঁরা’ কারা?
উত্তরঃ
প্রশ্নঃ “লন্ডনের কাজ পণ্ড হয়ে যাওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়।” তিনি কে?
উত্তরঃ
প্রশ্নঃ “স্টার্ডির একখানি চিঠি কাল পেয়েছি।” স্টার্ডির পরিচয় দাও।
উত্তরঃ
প্রশ্নঃ “সবকিছু চাক্ষুস দেখতে দৃঢ়সংকল্প।” কে সবকিছু চাক্ষুষ দেখতে চান?
উত্তরঃ
প্রশ্নঃ “এই আমার প্রতিজ্ঞা” কে, কী প্রতিজ্ঞা করেছিলেন?
উত্তরঃ
প্রশ্নঃ “তিনি আজন্ম নেত্রী….”- তিনি কে?
উত্তরঃ
প্রশ্নঃ “তাতে এ পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে।” আবশ্যকতার কারণ কী?
উত্তরঃ
প্রশ্নঃ “এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে”- দৃঢ় বিশ্বাসটি কী?
উত্তরঃ
প্রশ্নঃ “একজন প্রকৃত সিংহীর প্রয়োজন।” ‘প্রকৃত সিংহী’ কাকে বলা হয়েছে?
উত্তরঃ
রচনাধর্মী প্রশ্নোত্তর
প্রশ্নঃ বিবেকানন্দের ‘চিঠি’ রচনায় মিস মুলার ও সেভিয়ার দম্পতির চরিত্রবৈশিষ্ট্য আলোচনা করো।
উত্তরঃ
প্রশ্নঃ স্বামী বিবেকানন্দের ‘চিঠি’ এবং তোমার ধারণা অনুসারে মিস নোব্ল সম্পর্কে নাতিদীর্ঘ একটি পরিচ্ছেদ লেখো।
উত্তরঃ
প্রশ্নঃ “তুমি ঠিক সেইরূপ নারী”- কার কথা বলা হয়েছে এবং তিনি কীরূপ নারী? এই নারী সম্পর্কে তুমি কী জানো?
উত্তরঃ
প্রশ্নঃ “এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের, তা তুমি ধারণা করতে পারো না।” বক্তা কে? বক্তার কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে? অথবা, এরূপ উৎকণ্ঠার মধ্য দিয়ে স্বামীজির স্বদেশপ্রীতির পরিচয় দাও।
উত্তরঃ
প্রশ্নঃ “স্টার্ডির একখানি চিঠি কাল পেয়েছি”-স্টার্ডি সম্পর্কে কী জানো? তাঁর চিঠি থেকে বিবেকানন্দ কী জেনেছিলেন?
উত্তরঃ