WBBSE Class 9 Sahityachayan “সাহিত্য সঞ্চয়ন” Answer (Bengali Medium) | নোঙর Chapter Answer

Class 9 Sahityachayan

নোঙর

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো।

প্ৰশ্নঃ ভাটার শোষণ কী আহরণ করে?

(a) তটের বালি (b) প্রাণ © জীবন (d) স্রোতের প্রবল প্রাণ।

উত্তরঃ 

প্ৰশ্নঃ কবি তরিতে কী নিয়ে দূরে পাড়ি দিতে চান?

(a) যাত্রী (b) বই © পণ্য (d) পাল।

উত্তরঃ

প্ৰশ্নঃ “জোয়ার-ভাটায় বাঁধা”

(a) নদী (b) নৌকো © তট (d) ঢেউ।

উত্তরঃ 

প্ৰশ্নঃ ‘নোঙর’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?

(a) সাদা মেঘ কালো পাহাড় (b) কুসুমের মাস ©  ছায়ার আলপনা (d) নষ্টচাঁদ।

উত্তরঃ

প্ৰশ্নঃ তারার দিকে চেয়ে কবি কীসের নিশানা করেন?

(a) দৃষ্টির (b) দিকের © ভবিষ্যতের (d) কোনোটিই নয়।

উত্তরঃ

প্ৰশ্নঃ প্রতিবার দাঁড়ের নিক্ষেপে কে বিদ্রূপ করে?

(a) তরঙ্কা (b) স্রোত © নৌকা (d) সমুদ্র।

উত্তরঃ

প্ৰশ্নঃ কবির কাছে সিন্ধু পার-

(a) দূরে (b) কাছে © অনেক দূরে (d) কাছাকাছি।

উত্তরঃ

প্ৰশ্নঃ পাল কোথায় বাঁধা হয়?

(a) বাঁশের মাথায় (b) দাঁড়ের মাথায় © মাস্তুলে (d) খুঁটিতে।

উত্তরঃ

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্নঃ  “সাগর গর্জনে ওঠে কেঁপে” কী?

উত্তরঃ

প্রশ্নঃ  ‘নোঙর’ কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি আসলে কেমন?

উত্তরঃ  

প্রশ্নঃ “সমুদ্রের দিকে তারা ছোটে” কারা, কেন সমুদ্রের দিকে ছোটে।

উত্তরঃ

প্রশ্নঃ ‘সারারাত মিছে দাঁড়’ টানার অর্থ কী?

উত্তরঃ  

প্রশ্নঃ  কবি কেন ‘নোঙর’ কবিতায় সারারাত মিছে দাঁড় টানার কথা বলেছেন।

উত্তরঃ  

ব্যাখ্যাভিত্তিক প্রশ্নোত্তর

প্রশ্নঃ “সাগর গর্জনে ওঠে কেঁপে” কী সাগর-গর্জনে কেঁপে ওঠে? কেন?

উত্তরঃ

প্রশ্নঃ “আমার বাণিজ্যতরী বাঁধা পড়ে আছে”- ‘আমার’ বলতে কার কথা বলা হয়েছে? তাঁর বাণিজ্যতরী কোথায়, কেন বাঁধা পড়ে আছে? 

উত্তরঃ

প্রশ্নঃ “সারারাত মিছে দাঁড় টানি” কে দাঁড় টানেন? তা তাঁর কাছে মিছে বলে মনে হয়েছে কেন?

উত্তরঃ

প্রশ্নঃ “স্রোতের প্রবল প্রাণ করে আহরণ”- কী স্রোতের প্রাণ আহরণ করে? কেন করে?

উত্তরঃ

রচনাধর্মী প্রশ্নোত্তর

প্রশ্নঃ  ‘নোঙর’ কবিতার মর্মার্থ নিজের ভাষায় লেখো।

উত্তরঃ

প্রশ্নঃ অজিত দত্তের ‘নোঙর’ একটি প্রতীকী কবিতা ব্যাখ্যা করো।

উত্তরঃ

প্রশ্নঃ “স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে।”- ‘স্রোতের বিদ্রূপ’ কবিকে কীভাবে ব্যথিত করেছে আলোচনা করো।

উত্তরঃ

Paid Answer Link (Membership User)