WBBSE Class 8 Sahityamela “সাহিত্যমেলা” Answer (Bengali Medium) | আদাব Chapter Answer

Class 8 Sahityamela

আদাব

আদাব

হাতেকলমে-র উত্তরপত্র

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ সমরেশ বসুর ছদ্মনাম কী?

উত্তর:

১.২ তাঁর লেখা দুটি উপন্যাসের নাম লেখো।

উত্তর:

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

২.১ কোন্ সময়পর্বের কথা গল্পে রয়েছে?

উত্তর:

২.২ ‘ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী’-প্রাণীদুটির পরিচয় দাও?

উত্তর:

২.৩ ‘ওইটার মধ্যে কী আছে?’-বক্তা কীসের প্রতি ইঙ্গিত করে?

উত্তর:

২.৪ গল্পে কোন্ নদীর প্রসঙ্গ রয়েছে?

উত্তর:

২.৫ ‘সুতা-মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল…’-তার এই হাসির কারণ কী?

উত্তর:

৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

৩.১ ‘শহরে ১৪৪ ধারা আর কারফিউ অর্ডার জারী হয়েছে।’- লেখকের অনুসরণে গল্পঘটনার রাতের দৃশ্য বর্ণনা করো।

উত্তর:

৩.২ ‘হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল।’- ‘ডাস্টবিন নড়ে ওঠা’র অব্যবহিত পরে কী দেখা গেল?

উত্তর:

৩.৩ হিন্দু-মুসলমান সম্প্রীতির আবহ গল্পে কীভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। (Open Ended Question

উত্তর:

৩.৪ ‘মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো’।-সেই বুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে কীভাবে ধরা পড়েছে তা দৃষ্টান্তসহ আলোচনা করো।

উত্তর:

৩.৫ ‘এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কী করে?’- উদ্ধৃতিটির আলোকে সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটটি আলোচনা করো। (Open Ended Question)

উত্তর:

৪. নিম্নলিখিত বাক্যগুলির তাৎপর্য বিশ্লেষণ করো:

৪.১ ‘রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল।’

উত্তর:

৪.২ ‘ডাস্টবিনের দুইপাশে দুটি প্রাণী, নিস্পন্দ নিশ্চল।’

উত্তর:

৪.৩ ‘স্থান-কাল ভুলে রাগে-দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে।’

প্রসঙ্গঃ মাঝির মনে সন্দেহ জাগে। তার মনে হয় সুতা মজুর তাকে আটকে রেখে কোনো বিপদে ফেলতে চায়। সেই প্রসঙ্গে এই উক্তি। 

উত্তর:

৪.৪ ‘অন্ধকারের মধ্যে দু’জোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড়ো বড়ো হয়ে উঠল।’

উত্তর:

৪.৫ ‘সুতো-মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে।’

উত্তর:

৪.৬ ‘ভুলুম না ভাই এই রাত্রের কথা।’

উত্তর:

৫. নীচের বাক্যগুলি থেকে অব্যয় পদ খুঁজে নিয়ে কোনটি কোন শ্রেণির অব্যয় তা নির্দেশ করো:

৫.১ শহরে ১৪৪ ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে।

উত্তর:

৫.২ তারা গুলি ছুঁড়ছে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে।

উত্তর:

৫.৩ উভয়েই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে, কিন্তু, খানিকক্ষণ অপেক্ষা করেও কোন পক্ষ থেকেই আক্রমণ এল না।

উত্তর:

৫.৪ তোমার মতলবডা তো ভালো মনে হইতেছে না।

উত্তর:

৫.৫ মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয়বন্ধুর সঙ্গে কথা বলছে।

উত্তর:

৬. নীচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে তাদের সন্ধিবিচ্ছেদ করো:

৬.১. তা ছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্তঘাতকের দল।

উত্তর:

৬.২. মৃত্যু-বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে।

উত্তর:

৬.৩. নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ।

উত্তর :

৬.৪. দাঁতে দাঁত চেপে হাত পা-গুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল এতটা ভীষণ কিছুর জন্য।

উত্তর:

৬.৫. সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র।

উত্তর:

৭. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো:

চোরাগোপ্তা, পথনির্দেশ, নির্জীব, দীর্ঘনিশ্বাস, পোলামাইয়া

উত্তর:

৮. নিম্নরেখাঙ্কিত অংশের কারক-বিভক্তি নির্দেশ করো:

৮.১. দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায়

উত্তর:

৮.২. সন্দেহের দোলায় তাদের মন দুলছে।

উত্তর:

৮.৩. নিষ্ফল ক্রোধে মাঝি দু-হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে।

উত্তর:

৮.৪. আমাগো কথা ভাবে কেডা?

উত্তর:

৮.৫. মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিশ্বাসে

উত্তর:

৯. নীচের শব্দগুলি কীভাবে গঠিত হয়েছে দেখাও:

হেইপারে, নারাইনগঞ্জ, ডাইকা, আঙুল, চান্দ

উত্তর:

১০. নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো:

১০.১. রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। (জটিল বাক্যে)

উত্তর:

১০.২. খানিকক্ষণ চুপচাপ। (না-সূচক বাক্যে)

উত্তর:

১০.৩. পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ। (প্রশ্নবোধক বাক্যে)

উত্তর:

১০.৪. শোরগোলটা মিলিয়ে গেল দূরে। (যৌগিক বাক্যে)

উত্তর:

১০.৫. মাঝি বলল, চল যেদিকে হউক। (পরোক্ষ উক্তিতে)

উত্তর:

১১. ক্রিয়ার কাল নির্দেশ করো:

১১.১. কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে।

উত্তর:

১১.২. সন্দেহের দোলায় তাদের মন দুলছে।

উত্তর:

১১.৩. ধারে-কাছেই য্যান লাগছে।

উত্তর:

১১.৪. অশান্ত চঞ্চল ঘোড়া কেবলি পা ঠুকছে মাটিতে।

উত্তর:

১১.৫. বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে।

উত্তর:

১২. নীচের শব্দগুলির শ্রেণিবিভাগ করো :

মজুর, লীগওয়ালো, পুলিষ, নসিব, রাত্রি

উত্তর :

*ব্যাকরণ চর্চা

নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো :

১. তাতে দ্যাশের কী উপকারটা হইব? (নির্দেশক বাক্যে)

উত্তর :

২. কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না। (জটিল বাক্যে)

উত্তর :

৩. ভালো কথাই কইছি ভাই। (না-বাচক বাক্যে)

উত্তর:

৪. মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। (যৌগিক বাক্যে)

উত্তর:

৫. একটা হালকা বাতাস এসে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। (যৌগিক বাক্যে)

উত্তর :

৬. উভয় উভয়কে ভাবছে খুনি। (না-বাচক বাক্যে)

উত্তর:

৭. দু’জনেই অধৈর্য হয়ে পড়ে। (প্রশ্নবোধক বাক্যে)

উত্তর:

৮. খানিকক্ষণ চুপচাপ। (না-বাচক বাক্যে)

উত্তর:

৯. মাথা তুলতে সাহস হলো না। (হ্যাঁ-বাচক বাক্যে)

উত্তর:

১০. বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। (প্রশ্নবোধক বাক্যে)

উত্তর :

Paid Answer Link (Membership User)