Chapter 7
Class 8 Sahityamela
জেলখানার চিঠি
জেলখানার চিঠি
হাতেকলমে-র উত্তরপত্র
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন?
উত্তর:
১.২ রাসবিহারী বসুর কাছ থেকে তিনি কোন্ দায়িত্বভার গ্রহণ করেছিলেন?
উত্তর:
২. অনধিক তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
২.১ তোমার পাঠ্য পত্রখানি কে, কোথা থেকে, কাকে লিখেছিলেন?
উত্তর :
২.২ কোন্ ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন?
উত্তর:
২.৩ বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কীভাবে?
উত্তর:
২.৪ মান্দালয় জেল কোথায় অবস্থিত?
উত্তর:
২.৫ ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন?
উত্তর:
২.৬ সুভাষচন্দ্র কেন দিলীপ রায়ের প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি?
উত্তর:
৩. নীচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও:
৩.১ নেতাজি ভবিষ্যতের কোন্ কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন? কেন এই কর্তব্য স্থির করেছেন? কারা-শাসন প্রণালী বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন?
উত্তর:
৩.২ ‘সেজন্য খুবই খুশি হয়েছি।’-বক্তা কে? তিনি কীজন্য খুশি হয়েছেন?
উত্তর:
৩.৩ ‘আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন।’-কে, কাকে এ কথা বলেছেন? কীসের উত্তর দেবার কথা বলা হয়েছে?
উত্তর:
৩.৪ ‘পরের বেদনা সেই বুঝে শুধু যেজন ভুক্তভোগী।’- উদ্ধৃতির সমার্থক বাক্য পত্রটি থেকে খুঁজে নিয়ে লেখো। সেই বাক্যটি থেকে লেখকের কোন্ মানসিকতার পরিচয় পাও?
উত্তর:
৩.৫ ‘আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে, অনেকখানি লাভবান হতে পারব।’- কোন্ প্রসঙ্গে বক্তার এই উক্তি? জেলজীবনে তিনি আধ্যাত্মিক দিক দিয়ে কীভাবে লাভবান হবার কথা বলেছেন?
উত্তর:
৩.৬ ‘Martyrdom’ শব্দটির অর্থ কী? এই শব্দটি উল্লেখ করে বক্তা কী বক্তব্য রেখেছেন?
উত্তর:
৩.৭ ‘যখন আমাদিগকে জোর করে বন্দি করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়।’- কোন্ প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? ‘তাদের মূল্য’ বিষয়ে লেখকের বক্তব্য আলোচনা করো।
উত্তর:
৩.৮ ‘মানুষের পারিপার্শ্বিক অবস্থা কী কঠোর ও নিরানন্দময়।’- যে ঘটনায় লেখকের মনে এই উপলব্ধি ঘটে তার পরিচয় দাও। (জে.এন. একাডেমি)
উত্তর:
৩.৯ এই চিঠিতে কারাবন্দি অবস্থাতেও দুঃখকাতর, হতাশাগ্রস্ত নয়, বরং আত্মাবিশ্বাসী ও আশাবাদী নেতাজির পরিচয়ই ফুটে উঠেছে।-পত্রটি অবলম্বনে নিজের ভাষায় মন্তব্যটির যথার্থতা পরিস্ফুট করো।
উত্তর:
৩.১০ কারাগারে বসে নেতাজির যে ভাবনা, যে অনুভব, তার অনেকখানি কেন অকথিত রাখতে হবে?
উত্তর:
৪. নীচের বাক্যগুলির তথ্যগত অশুদ্ধি সংশোধন করো:
৪.১ নেতাজি মনে করতেন না যে, আমাদের সমস্ত দুঃখকষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে।
উত্তর:
৪.২ কারাগারে বন্দি অবস্থায় নেতাজি সুভাষ গীতার আলোচনা লিখেছিলেন।
উত্তর:
৪.৩ জেলজীবনের কষ্ট মানসিক অপেক্ষা দৈহিক বলে নেতাজি মনে করতেন।
উত্তর:
৫. নীচের বাক্যগুলির থেকে সমাসবদ্ধ পদ বেছে নিয়ে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো:
৫.১ তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে কোমলভাবে স্পর্শ করেছে।
উত্তর:
বিশ্লেষণ:
৫.২ সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি।
উত্তর:
৫.৩ তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে।
উত্তর:
৫.৪ নূতন দণ্ডবিধির জন্যে পথ ছেড়ে দিতে হবে।
উত্তর: ৫.৫ লোকমান্য তিলক কারাবাস-কালে গীতার আলোচনা লেখেন।
উত্তর:
৬. শব্দগুলির ব্যুৎপত্তি নির্ণয় করো :
পাঠক, দর্শন, দৈহিক, আধ্যাত্মিক, ভন্ডামি, সমৃদ্ধ, মহত্ত্ব, অভিজ্ঞতা।
উত্তর:
৭. নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো:
৭.১ আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। (না-সূচক বাক্যে)
উত্তর:
৭.২ সেইজন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তর:
৭.৩ লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদ দেয়নি। (যৌগিক বাক্যে)
উত্তর:
৭.৪ কতকগুলি অভাব আছে যা মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে। (সরল বাক্য)
উত্তর:
৭.৫ বিনা দুঃখকষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে? (নির্দেশক বাক্যে)
উত্তর:
৮. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
৮.১ ‘শুধু শাস্তি দেওয়া নয়, সংশোধনই হওয়া উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য।’-তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। (Open Ended Question)
উত্তর:
৮.২ ‘আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারাজীবনের অভিজ্ঞতা থাকত তাহলে আমাদের শিল্প ও সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো।’-এ প্রসঙ্গে কারাজীবন যাপন করা কয়েকজন সাহিত্যিকের নাম এবং তাঁদের রচিত গ্রন্থের নাম উল্লেখ করো।
উত্তর:
৮.৩ পত্রটি পড়ে কারাজীবন বিষয়ে তোমার যে ধারণা ও অনুভূতি জন্মেছে- তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। (Open Ended Question)
উত্তর :
৮.৪ নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে আরো জেনে ‘সুভাষচন্দ্রের স্বদেশপ্রেম’ বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো।
উত্তর:
ব্যাকরণচর্চা
নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো
১. তার মধ্যে করুণা ও প্রেমবিন্দু আছে। (সরল বাক্যে)
উত্তর:
২. কাজী নজরুল ইসলামের কবিতা যে তাঁর জেলের অভিজ্ঞতার নিকট কতখানি ঋণী সে কথা বোধ হয় ভেবে দেখা হয় (যৌগিক বাক্যে)
উত্তর:
৩. মান্দালয় জেলে ছ’বছর বন্দি হয়ে থাকাটাই তাঁর অকাল মৃত্যুর কারণ।
উত্তর:
৪. একটা চিঠির তো শেষ আছে।
উত্তর:
৫. এগুলির উদ্দেশ্য ব্যর্থ।
উত্তর :
৬. সহানুভূতি কেন দেখাবেন না?
উত্তর:
৭. এই ভাব কিছুতেই কম বাস্তব নয়। (হ্যাঁ-বাচক বাক্যে)
উত্তর:
৮. ভোলা উচিত নয়। (হ্যাঁ-বাচক বাক্যে)
উত্তর:
৯. মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে। (না-বাচক বাক্যে)
উত্তর:
১০. সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতেই পারে না। (হ্যাঁ-বাচক বাক্যে)
উত্তর: