Class 8 Sahityamela
নাটোরের কথা
নাটোরের কথা
হাতেকলমে-র উত্তর পত্র
১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তর:
১.২। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোন সম্পর্কে সম্পর্কিত?
উত্তর:
২। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
২.১। ‘আজ সকালে মনে পড়ল একটি গল্প’- লেখকের অনুসরণে সেই ‘গল্প’টি নিজের ভাষায় বিবৃত করো।
উত্তর:
২.৩। তিনি কোন্ ‘রিসেপশন কমিটি’র প্রেসিডেন্ট ছিলেন?
উত্তর:
২.৪। ‘নাটোর নেমন্তন্ন করলেন…’- সেই নেমন্তন্নের তালিকায় কাদের নাম ছিল বলে লেখক স্মরণ করতে পেরেছেন?
উত্তর:
২.৫। ‘রওনা হলুম সবাই মিলে হৈ হৈ করতে করতে।’- কোথায় রওনা হলেন? কীভাবেই বা রওনা হলেন?
উত্তরের প্রথমাংশ:
উত্তরের দ্বিতীয়াংশঃ
২.৬। সরাঘাট থেকে লেখক ও তাঁর সঙ্গীরা কোন্ নদীতে স্টিমার চড়েছিলেন?
উত্তর:
২.৭। স্টিমারে খাওয়া-দাওয়ার প্রসঙ্গ আলোচনায় লেখকের সরস মনের পরিচয় কীভাবে দেদীপ্যমান হয়ে উঠেছে তা বুঝিয়ে দাও।
উত্তর:
২.৮। ‘যেন ইন্দ্রপুরী।’ কীসের সঙ্গে ‘ইন্দ্রপুরী’র তুলনা করা হয়েছে? কেনই বা লেখক এমন তুলনা করেছেন?
উত্তরের প্রথমাংশ:
উত্তরের দ্বিতীয়াংশঃ
২.৯। ‘একেই বলে রাজসমাদর।’- উদ্ধৃতিটির আলোকে নাটোরের মহারাজার অতিথি-বাৎসল্যের পরিচয় দাও।
উত্তর:
২.১০। ‘নাটোরের খুব আগ্রহ’- কোন্ প্রসঙ্গে তাঁর আগ্রহের কথা এখানে বলা হয়েছে?
উত্তর:
২.১১। ‘আগে থেকেই ঠিক ছিল’-আগে থেকে কী ঠিক থাকার কথা বলা হয়েছে? সেই উপলক্ষ্যে কোন্ পরিস্থিতি তৈরি হওয়ার কথা পাঠ্যাংশে রয়েছে, তা আলোচনা করো।
উত্তরের প্রথমাংশ:
উত্তরের দ্বিতীয়াংশ:
২.১২। নাটোরে প্রোভিন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর কোন্ গানটি পরিবেশন করেছিলেন?
উত্তর:
২.১৩। ‘আমাদের তো জয়জয়কার’। -কী কারণে লেখক ও তাঁর সঙ্গীদের ‘জয়জয়কার’ হলো?
উত্তর:
২.১৪। ‘সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম।’- লেখকের অনুসরণে সেই ‘লড়াই’-এর বিশদ বিবরণ দাও।
উত্তর:
৩। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো :
৩.১। আজ সকালে মনে পড়ল একটি গল্প – সেই প্রথম স্বদেশি যুগের সময়কার, কী করে আমরা বাংলা ভাষার প্রচলন করলুম। (জটিল বাক্য)
উত্তর:
৩.২। ভূমিকম্পের বছর সেটা। প্রভিনসিয়াল কনফারেন্স হবে নাটোরে। (বাক্য দুটিকে জুড়ে লেখো)
উত্তর:
৩.৩। নাটোর নেমন্তন্ন করলেন আমাদের বাড়ির সবাইকে। (যৌগিক বাক্যে)
উত্তর:
৩.৪। আরো অনেকে ছিলেন- সবার নাম কি মনে আছে এখন। (না-সূচক বাক্যে)
উত্তর:
৩.৫। নাটোর বললেন, কিছু ভেবো না। সব ঠিক আছে। (পরোক্ষ উক্তিতে)
উত্তর:
৩.৬। অমন ‘জাইগ্যানটিক’ খাওয়া আমরা কেউ কখনো দেখিনি। (নিম্নরেখ শব্দটির পরিবর্তে বাংলা শব্দ ব্যবহার করে বাক্যটি আবার লেখো।)
উত্তর:
৩.৭। ছোকরার দলের কথায় আমলই দেন না। (হ্যাঁ-সূচক বাক্যে)
উত্তর:
৩.৮। ন-পিশেমশাই জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখছেন আর কলম ঝাড়ছেন।(বাক্যটিকে দুটি বাক্যে ভেঙে লেখো।
উত্তর:
৩.৯। গরম গরম সন্দেশ আজ চায়ের সঙ্গে খাবার কথা আছে যে অবনদা। (নিম্নরেখ শব্দের প্রকার নির্দেশ করো এবং অর্থ এক রেখে অন্য শব্দ ব্যবহার করে বাক্যটি আবার লেখো)
উত্তর:
৩.১০। হাতের কাছে খাবার এলেই তলিয়ে দিতেম। (জটিল বাক্যে)
উত্তর:
৩.১১। আমাদের লোকজন আছে। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তর:
৩.১২। কিছু ভাবতে হবে না দাদা। (হ্যাঁ-বাচক বাক্যে)
উত্তর:
৩.১৩। এলাহী ব্যাপার সব। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তর:
৩.১৪। আমার তো জিত হল। (না-বাচক বাক্যে)
উত্তর:
৩.১৫। কেউ আর কিছু বলতে পারেন না। (হ্যাঁ-বাচক বাক্যে)
উত্তর:
৪। নীচের বাক্যগুলি থেকে শব্দগুলি খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো :
১। স্টিমারে নির্ভাবনায় উঠে গেলুম।
নির্ভাবনায় = নিঃ+ ভাবনায়।
২। তিনি অর্ধেকের বেশি নিজের প্লেটে তুলে নিলেন।
অর্ধেকের = অর্ধ + একের।
৫। নীচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো :
হাঙ্গামা, আপশোস, চান, তক্কাতর্কি, জিজ্ঞেস।
উত্তর :
৬। নীচের শব্দগুলির প্রকৃতি-প্রত্যয় নির্দেশ করো :
স্বদেশি, জিজ্ঞাসা, ঢাকাই।
উত্তর:
৭। ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো:
চোগাচাপকান, বিছানাবাক্স, ইন্দ্রপুরী, রাজসমাদর, গল্প-গুজব, অন্দরমহল।
উত্তর :
৮। কোনটি কী ধরনের সর্বনাম তা লেখো:
আমরা, সেটা, তাঁকে, সবাই, তিনি, আমি, এটা।
উত্তর :