Class 8 Sahityamela
আষাঢ়ের কোন ভেজা পথে
আষাঢ়ের কোনো ভেজা পথে
নমুনা প্রশ্ন ও উত্তর
১. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
১.১ আষাঢ়ের ভেজা পথে কে এসেছে?
উত্তর :
১.২ কোথায় চর পড়েছে?
উত্তর:
১.৩ কবির মনের কূলে কখন ভাঙন লেগেছে?
উত্তর :
১.৪ কে উদাস চোখে শ্রাবণে বন্যা দেখেছিল?
উত্তর :
১.৫ শ্রাবণকে কবি কেন ‘ঘরভাঙা’ বলেছেন?
উত্তর:
১.৬ ‘জলপরি কন্যা’ কোথায় থাকে?
উত্তর:
১.৭ মেঠো আগুন কীভাবে নেভে?
উত্তর:
১.৮ শ্রাবণের মেঘেও কী নিভে যায় না?
উত্তর:
১.৯ ‘রাবণের চিতা’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:
১.১০ ‘আমি কাঁদি তাহার কান্না…’- ‘আমি’ কে?
উত্তর:.
১.১১ ‘শ্রাবণ ফিরে এলেও’-কার ফিরে আসার আশা নেই?
উত্তর:
১.১২ ‘এলো আমার দুরন্ত শ্রাবণ’-শ্রাবণকে ‘দুরন্ত’ বলার কারণ কী?
উত্তর:
২. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো:
২.১ ‘এলো আমার দুরন্ত শ্রাবণ’-শ্রাবণকে ‘দুরন্ত’ বলার কারণ ব্যাখ্যা করো।
উত্তর:
২.২ ‘সেই চরেতে বেঁধেছিলাম বসতি এক ঘর।’ কে, কোথায় ঘর বেঁধেছিলেন? সেই ঘর বাঁধার পরিণতি কী হয়েছিল?
উত্তরের প্রথমাংশ:
উত্তরের দ্বিতীয়াংশ:
২.৩ ‘ফিরে আসার আশা নাই রে’-কার ফিরে আসার কথা বলা হয়েছে? তার ফিরে না আসার কারণ কী ছিল?
উত্তরের প্রথমাংশ:
উত্তরের দ্বিতীয়াংশঃ
২.৪ ‘এমনই তোর বিধাতার বাধন’-কে, কোন্ প্রসঙ্গে একথা বলেছেন? ‘বিধাতার বাধন’ প্রসঙ্গটি আসার কারণ কী?
উত্তরের প্রথমাংশ:
উত্তরের দ্বিতীয়াংশ:
৩. নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো।
৩.১ চূর্ণি নদীর ঘূর্ণিপাকে যেথা পড়ল চর, সেই চরেতে বেঁধেছিলাম বসতি এক ঘর। (সরল বাক্যে)
উত্তর:
৩.২ এল আমার দুরন্ত শ্রাবণ। (জটিল বাক্যে)
উত্তর:
৩.৩ রাবণের চিতা নেভে না বন্ধু। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তর:
৩.৪ এল আমার ঘরভাঙা শ্রাবণ। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তর:
৩.৫ এল আমার ঘরভাঙা শ্রাবণ। (জটিল বাক্যে)
উত্তর:
৩.৬ আগুন জ্বলে দ্বিগুণ বেগে। (না-বাচক বাক্যে)
উত্তর:
৩.৭ শ্রাবণ আবার আসিল ফিরে একটি বছর পর। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তর:
৩.৮ ফিরে আসার আশা নাই। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তর:
৪. নিম্নলিখিত শব্দ যুগলের অর্থপার্থক্য লেখো:
উত্তর :
৫. নিম্নলিখিত শব্দগুলির পদান্তর করো :
পথ, মন, ঘর, মেঠো, জল, পাগল
উত্তর :
৬. কারক ও বিভক্তি নির্ণয় করো:
১. এমনি দিনের মনের কুলে লেগেছে ভাঙন
উত্তর :
২. রাবণের চিতা নেভে না বন্ধু, শ্রাবণে মেঘে।
উত্তর:
৩. সেই চরেতে বেঁধেছিলাম বসতি এক ঘর।
উত্তর :
৪. বানে ভাসে ঘর।
উত্তর:
৫. জলপরি কন্যা উদাস চোখে চেয়ে দেখে শ্রাবণের বন্যা।
উত্তর :