WBBSE Class 7 Sahityamela “সাহিত্য়মেলা” Chapter 9 Answer (Bengali Medium) | রাস্তায় ক্রিকেট খেলা Chapter Answer

Chapter 9

Class 7 Sahityamela

রাস্তায় ক্রিকেট খেলা

অধ্যায় ২৮

রাস্তায় ক্লিকেট খেলা

লেখক পরিচিতি

মাইকেল অ্যানটনি ১৯৩০ খ্রি. ওয়েস্ট ইন্ডিজের মেয়ারোতে জন্মগ্রহণ করেন। তিনি মেয়ারো ও ত্রিনিদাদে শিক্ষা গ্রহণের পর ইস্পাত কারখানায় কাজ শুরু করেন। এরপর ইংল্যান্ড ও বিভিন্ন দেশে যান। ত্রিনিদাদ ও টোবাগো-তে আপাত গুরুত্বহীন ঘটনাগুলিকে তিনি তাঁর উপন্যাস ও গল্পগুলিতে সুন্দর ও গুরুত্বসহকারে বর্ণনা করেছেন। তিনি ‘গ্রিন ডেজ বাই দ্য রিভার’ (নদীর ধারে সবুজ দিনগুলি, ১৯৬৭, ‘স্ট্রিটস অফ কনফ্লিক্ট’ (পথ পথে সংঘাত, ১৯৭৬) প্রভৃতি উপন্যাস এবং ‘ক্রিকেট ইন দ্য রোড অ্যান্ড আদার স্টোরিজ’ (রাস্তায় ক্রিকেট ও অন্যান্য গল্প’, ১৯৭৩) গল্পগ্রন্থের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন সাহিত্য জগতে।

বিষয় সংক্ষেপ

বর্ষাকালে মেয়ারোতে প্রচুর বৃষ্টিপাত হতো। এই মেয়ারোতে থাকত তিন বন্ধু-সেলো, অ্যামি আর ভার্ন। এদের ক্রিকেট খেলার খুব নেশা ছিল। এরা রাস্তায় ক্রিকেট খেলত। একদিন রাস্তায় ক্রিকেট খেলছে এমন সময় হঠাৎ বৃষ্টি এল। ফলে তারা খেলা বন্ধ করে ঘরে ঢুকে পড়ল। বৃষ্টি থামার পর ভার্ন তাদের আবার খেলতে ডাকল। কিন্তু কে আগে ব্যাট করবে তা নিয়ে লেখক ও অ্যামি-র মধ্যে দ্বন্দু শুরু হয়। টসের মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু লেখক এই টসে হেরে গিয়ে আবেগের বশে ব্যাট-বল ঝোঁপের মধ্যে ফেলে দেয়। ফলে তাদের মধ্যে বন্ধুবিচ্ছেদ ঘটে। পরের বছর আবার তাদের দেখা হয় এবং তারা আবার একে অপরের বন্ধু হয়ে খেলা শুরু করে।

সঠিক অর্থ অভিধান

মেয়ারো-স্থান বিশেষ। সর্বদা সবসময়। গোমড়া-বিষণ্ণ, দুঃখিত।

গর্জন-হুংকার, ফুর্তি- আনন্দ। আশ্চর্য-বিস্ময়কর। আলশে– কার্নিস। অপার্থিব-অবাস্তব, নির্বিকার-উদাসীন। অধীর-অস্থির, চঞ্চল, মতলব-মনোভাব, উদ্দেশ্য। কিংকর্তব্যবিমূঢ়-কি করা উচিৎ ঠিক করতে না পারা। উৎপাত- অত্যাচার। উঠোন-আঙিনা। ভঙ্গি-ভান। অভিনব-নতুন। উদ্ভাসিত-উজ্জ্বল আভাযুক্ত।

১. বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নীচের বাক্যঞ্জলি আবার লেখো:

১.১ বর্ষাকালে এমনই ছিল (মেয়ারো/ব্রাজিল/ত্রিনিদাদ)।

১.২ নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি (ইতালীতে/লন্ডনে/স্পেনে) যা।

১.৩ (ধুত্তোর/নিকুচি/ভাল্লাগেনা) মনে মনে বললাম।

১.৪ ভেতরে ভেতরে (গুমোট/দুর্যোগপূর্ণ/হিংস্র) আবহাওয়াকে আমি ভয় পেতাম।

১.৫ অ্যামি ডাকে (হেড/টেল)।

২. কার্য-কারণ সম্পর্ক অনুযায়ী পাশাপাশি বাক্য লেখো:

২.১ বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। (কার্য)

২.২ ওরা চেঁচাতে লাগল, “নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি, স্পেনে যা।” (কার্য)

২.৩ ভেতরে-ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম। (কার্য)

২.৪ লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই। (কার্য)

২.৫ খোশমেজাজে বলে, “নে সেলো, তুইই আগে ব্যাট কর।” (কার্য)

২.৬ ওর চোখের কোণে জল চিকচিক করে, দেখতে পাই।

(কার্য)

৩. নীচের বাক্যাংশগুলো কোন্ বিশেষ অর্থ প্রকাশ করছে লেখো:

৩.১ বাতাস ছুটে এসে বদ মেজাজ ঝাপট মারত।

৩.২ জামাকাপড় জুবজুবে।

৩.৩ বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগল।

৩.৪ তার মুখ উদ্ভাসিত।

৩.৫ ভান ড্যাবড্যাব করে চায়।

৪. নীচের বিশেষ্যগুলি বিশেষণে আর বিশেষণগুলি বিশেষ্যে বদলে বাক্য রচনা করো।

৫. নীচের বাক্যগুলিতে কোন্ কোন্ শব্দে বচন কীভাবে নির্দেশিত হয়েছে তা লেখো:

৫.১ ওরা হাসছে।

৫.২ ঝুলে পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠত।

৫.৩ অ্যামি আমাদের উঠোনে।

৫.৪ এমন সময় কলজেটা যেন লাফ দিয়ে উঠল।

৫.৫ পকেট থেকে একটা পেনি বার করে বলে ‘টস কর’। উত্তর: পেনি-একবচন।

৬. নিম্নরেখ অংশের কারক ও বিভক্তি নির্ণয় করো।

৬.১ সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে।

৬.২ আর মুখ একেবারে ভেজা।

৬.৩ আমি দাঁড়িয়ে রইলাম।

৬.৪ আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়

৬.৫ ভার্ন রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে।

৭. নীচের বাক্যগুলি থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো:

৭.১ রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন তত।

৭.২ ভার্ন আলশের তলায় আশ্রয় নিয়েছিল।

৭.৩ আবার কী ভয়ংকর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল।

৭.৪ দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম।

৭.৫ আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়ত অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়।

৮. উদ্ধৃতি চিহ্ন পরিহার করে বাক্যগুলি নিজের ভাষায় লেখো:

৮.১ ‘আমি দু-নম্বর ব্যাট’, ভার্ন বলে।

৮.২ সে বলে সেলো, ব্যাট আর বল কোথায়?

৮.৩ ‘ভার্ন’ সে চেঁচিয়ে ডাকে, ‘এই ভার্ন, দ্যাখ, সেলো!’

৯. কোল্টি কোন্ দেশের মুদ্রা উল্লেখ করো।

১০. নীচের বাক্যগুলির একটি বাক্যে উত্তর দাও:

১০.১ তোমার রাজ্যের কোন দিকে সমুদ্র রয়েছে?

১০.২ খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের

নাম লেখো।

১০.৩ ঘরের ভিতরের ও বাইরের দুটি খেলার নাম লেখো।

১০.৪ তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো।

১০.৫ তোমার জানা ঋতু বিষয়ক যে-কোনো একটি ছড়ার প্রথম পত্তি লেখো।

১১. নীচের প্রশ্নগুলির দু/একটি বাক্যে উত্তর দাও :

১১.১ মাঠের খেলাধূলার সঙ্গে রাস্তার খেলাধূলার ফারাকগুলি

লেখো

১১.৩ গল্পে মোট কটি কিশোর চরিত্রের সন্ধান পেলে? গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে?

১১.৪ সেলো ভার্নের ব্যাট বল কেন ও কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল?

১১.৫ তাদের বিবাদ কীভাবে মিটে গেল?

১২. ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পটি পড়ে কোন্ কোন্ অনুষঙ্গে মনে হল গল্পটি বিদেশি গল্প?

১৩. তোমার নিজের চেনা পরিবেশ ও চরিত্রের সঙ্গে গল্পের মিলগুলো সূত্রাকারে লেখো। শিক্ষকের সাহায্য নিয়ে পৃথিবীর মানচিত্রে দেশটির অবস্থান দেখাও।

সংযোজিত প্রশ্ন

১. একটি বাক্যে উত্তর দাও।

১.১ “আমি কেঁদে ফেলি”-‘আমি’ বলতে কার কথা বলা হয়েছে?

১.২ “বৃষ্টির জন্য মনটা খারাপ”-বক্তা কে?

১.৩ “তখন কেবল বৃষ্টি পড়ে”-কখন কেবল বৃষ্টি পড়ে?

১.৪ “আমি ভয় পেতাম”-বক্তা ভয় পেত কেন?**

১.৪ “রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে”-কে রাস্তা থেকে কাকে

চেঁচিয়ে ডাকে?

২. সংক্ষেপে উত্তর দাও :

২.১ “আমি চিৎকার করে উঠলাম।”-বক্তা কে? কেন সে

চিৎকার করে উঠেছিল?

২.২ “ওর চোখের কোণে জল চিকচিক করে”- কার চোখের কোণে জল চিকচিক করে?

২.৩ “ওদের অবাস্তব আর অভিনব লাগে।”-এই উক্তিটি কার? কোন্ বিষয়টি ‘অবাস্তব আর অভিনব’ লাগে?**