Chapter 6
Class 9 Sahityachayan
নিরুদ্দেশ
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো।
প্ৰশ্নঃ “এ অশান্তির চেয়ে বনবাস ভালো” বস্তা কে?
(a) মেজদা (b) কাকা © মা (d) বাবা।
উত্তরঃ
প্ৰশ্নঃ “পুরোনো সরকার তাদের নেই।” এখানে কার কথা বলা হয়েছে?
(a) গল্পকথক (b) নায়েব © সোমেশ (d) শোভন।
উত্তরঃ
প্ৰশ্নঃ নায়েবমশাই নোটের তাড়া এনে দিয়েছিলেন যার হাতে
(a) গল্পকথক
(b) মা
© সোমেশ
(d) শোভন।
উত্তরঃ
প্ৰশ্নঃ ‘নিরুদ্দেশ’ গল্পটি লিখেছেন
(a) রবীন্দ্রনাথ ঠাকুর (b) প্রেমেন্দ্র মিত্র
© তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (d) সমরেশ বসু।
উত্তরঃ
প্ৰশ্নঃ ‘নিরুদ্দেশ’ গল্পে দিনটি ছিল-
(a) বৃষ্টিতে ভেজা (b) অপূর্ব
© ভারি বিশ্রী (d) আলোক উজ্জ্বল।
উত্তরঃ
প্ৰশ্নঃ খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন ছিল-
(a) দুটি (b) ছয়টি © সাতটি (d) আটটি।
উত্তরঃ
প্ৰশ্নঃ “তুই একেবারে পির হয়েছিস” বস্তা কে?
(a) জেঠু (b) ছেলে © মা (d) বাবা।
উত্তরঃ
প্ৰশ্নঃ “তিনি জেনে শুনে মিথ্যা আর বলতে পারেন না”-
‘তিনি’ হলেন – (a) মা (b) বাবা © মামা (d) নায়েব।
উত্তরঃ
প্ৰশ্নঃ “এত বড়ো আস্পর্ধা।” উক্তিটির বস্তা-
(a) শুভম (b) ছেলে © মা (d) মাসিমা।
উত্তরঃ
প্ৰশ্নঃ “সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের”-উক্তিটির বক্তা-
(a) গল্পকথক (b) মা © সোমেশ (d) মাসিমা।
উত্তরঃ
প্ৰশ্নঃ “কোথায় গেলেন বাবু!” বক্তা হলেন
(a) মা (b) বাবা © মামা (d) মেসো।
উত্তরঃ
প্ৰশ্নঃ “কাউকে না, বাড়িতে চায়”- উক্তিটির বস্তা –
(a) গল্পকথক (b) অমরেশ © সোমেশ (d) শোভন।
উত্তরঃ
প্ৰশ্নঃ “আঃ আর বকাবকি কেন?” উক্তিটির বস্তা কে?
(a) বড়োমাসি (b) সোমেশ © মা (d) বাবা।
উত্তরঃ
প্ৰশ্নঃ “অত আদর ভালো নয়!” উক্তিটির বক্তা-
(a) বাবা (b) ছেলে © মা (d) মাসিমা।
উত্তরঃ
প্ৰশ্নঃ “তিনি জেনে শুনে মিথ্যা আর বলতে পারেন না”-
কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য
(a) মা (b) বাবা © মামা (d) মাসি।
উত্তরঃ
প্ৰশ্নঃ “দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি” বক্তা কে?
(a) মা (b) কাকা
© মামা (d) মাসি।
উত্তরঃ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্ৰশ্নঃ “আঃ আর বকাবকি কেন?” বক্তা কে?
উত্তরঃ
প্ৰশ্নঃ “মিছিমিছিই আমি একলা বকে মরছি” বক্তা কে?
উত্তরঃ
প্ৰশ্নঃ “তোমার কি এতটুকুও কর্তব্যবোধও নেই!” বক্তা কে?
উত্তরঃ
প্ৰশ্নঃ “তাও গেলে তো বাঁচতাম।” বক্তা কে?
উত্তরঃ
প্ৰশ্নঃ “দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি” বক্তা কে?
উত্তরঃ
প্ৰশ্নঃ “তোমার আসকারাতেই তো উচ্ছন্নে গেছে” কার কথা বলা হয়েছে?
উত্তরঃ
প্ৰশ্নঃ “মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে”- বস্তা কে?
উত্তরঃ
প্ৰশ্নঃ “অশান্তির চেয়ে বনবাস ভালো” – বক্তা কে?
উত্তরঃ
প্ৰশ্নঃ “একটু ভালো করে লিখে দেবেন”- বক্তা কে?
উত্তরঃ
প্ৰশ্নঃ “অমন কুলাঙ্গার তো তুই হয়েছিস” কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য?
উত্তরঃ
প্ৰশ্নঃ ছেলের খোঁজ পাওয়ার জন্য বাবা কী করতে চেয়েছিলেন?
উত্তরঃ
প্ৰশ্নঃ ছেলে নিরুদ্দেশ হওয়ার পর মায়ের কী অবস্থা হয়?
উত্তরঃ
প্ৰশ্নঃ “দু-বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে”- ‘সে’ কে?
উত্তরঃ
প্ৰশ্নঃ খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন কতজনের ছিল?
উত্তরঃ
প্ৰশ্নঃ “কাল সারারাত দু’চোখের পাতা এক করেননি তা জানিস” বক্তা কে?
উত্তরঃ
ব্যাখ্যাভিত্তিক প্রশ্নোত্তর
প্ৰশ্নঃ “শোভন এবার অধীরভাবে বলে উঠল, আপনারা কী বলতে চান স্পষ্ট করে বলুন!” এই আপনারা কারা? তারা শোভনের সঙ্গে কী ধরনের আচরণ করেছিল?
উত্তরঃ
প্ৰশ্নঃ “একটা আশ্চর্য ব্যাপার দেখেছ?” – কে, কাকে এ কথা বলেছেন? আশ্চর্য ব্যাপারটি কী? আশ্চর্য ব্যাপারে শ্রোতার প্রতিক্রিয়া কী?
উত্তরঃ
প্ৰশ্নঃ সংবাদপত্রে নিরুদ্দেশের বিজ্ঞাপন দিতে গিয়ে বাবা প্রথমেই কোন ব্যক্তির সাক্ষাৎ পান এবং কী ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেন?
উত্তরঃ
প্ৰশ্নঃ “সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না”-সোমেশ কে? তার কীসে কৌতূহল প্রকাশ পায়নি?
উত্তরঃ
রচনাধর্মী প্রশ্নোত্তর
প্ৰশ্নঃ “সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস”- কীসের বিজ্ঞাপন? বিজ্ঞাপনটির ইতিহাস সংক্ষেপে বিবৃত করো। প্রসঙ্গত কে, কার উদ্দেশে এ কথা বলেছেন, লেখো। অথবা, ‘নিরুদ্দেশ’ গল্পে বক্তা কেন ‘বিজ্ঞাপন’কে একটি ইতিহাস বলে চিহ্নিত করবে চেয়েছেন?
উত্তরঃ
প্ৰশ্নঃ “শোভন ফিরে এসো। তোমার মা শয্যাগত”- বস্তা কে? কোন প্রসঙ্গে এই বক্তব্য? শোভন কি শেষপর্যন্ত ফিরে এসেছিল? গল্প আলোচনা করে দেখাও।
অথবা, “তোমার কি এতটুকু কর্তব্যবোধও নেই!” কে, কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন? কর্তব্যবোধ বিষয়টি শেষপর্যন্ত কীভাবে ট্র্যাজেডিতে পরিণত হয়েছিল?
অথবা, “শোভন এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না।” বক্তা কে? শোভনের মায়ের কী হয়েছিল? শোভন কি তার মাকে শেষপর্যন্ত দেখতে পেয়েছিল? গল্প অনুসারে লেখো।
অথবা, “এসো আর আমাদের দুঃখ দিও না”- বক্তা কে? কোন প্রসঙ্গে এই বক্তব্য? শোভন কি শেষপর্যন্ত দুঃখ দিয়েছিল না দুঃখ পেয়েছিল?
উত্তরঃ
প্ৰশ্নঃ “পৃথিবীতে দু-একটা লোক আসে জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন নিয়ে।” কোন প্রসঙ্গে এই বক্তব্য? এই নির্লিপ্ত মনের মানুষ শেষ পর্যন্ত কীভাবে অচেনা থেকে যায়? ‘নিরুদ্দেশ’ গল্প অবলম্বনে লেখো।
উত্তরঃ