Class 9 Sahityachayan
আবহমান
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো।
প্রশ্নঃ “কে এইখানে এসেছিল”- কবে?
(a) অনেক দিন আগে (b) কয়েক মাস আগে
© অনেক সপ্তাহ আগে (d) অনেক বছর আগে
উত্তরঃ
প্রশ্নঃ সন্ধ্যার বাতাসে’- সন্ধ্যার বাতাসে কী হয়?
(a) ছোট্ট একটা ফুল দোলে (b) ছোট্ট একটা ফল দোলে
© ছোট্ট একটা বাতাবি লেবু দোলে (d) ছোট্ট একটা পেয়ারা দোলে।
উত্তরঃ
প্রশ্নঃ কোন গাছটি বুড়িয়ে ওঠে?
(a) বটগাছ (b) নটেগাছ © জামগাছ (d) হিজলগাছ।
উত্তরঃ
প্রশ্নঃ ‘আবহমান’ কবিতার কবির নাম –
(a) রবীন্দ্রনাথ ঠাকুর (b) নজরুল ইসলাম
© নীরেন্দ্রনাথ চক্রবর্তী (d) সত্যেন্দ্রনাথ দত্ত।
উত্তরঃ
প্রশ্নঃ “এইখানে ঘর বেঁধেছে নিবিড়”-
(a) বিষাদে (b) ক্ষোভে © অনুরাগে (d) বিরাগে।
উত্তরঃ
প্রশ্নঃ “কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে”
(a) মাটিকে (b) বাতাসকে © পূর্বোক্ত দু’টিকেই (d) পূর্বোক্ত কোনোটিকেই নয়।
উত্তরঃ
প্রশ্নঃ “ফুরয় না তার” কী ফুরোয় না?
(a) যাওয়া-আসা (b) গমন-আগমন
© গমন-প্রত্যাবর্তন (d) ওঠা-নামা।
উত্তরঃ
প্রশ্নঃ “সারাটা দিন আপন মনে” আপন মনে কী করে?
(a) ঘাসের গন্ধ মাখে (b) আতর মাখে
© মাটির গন্ধ মাখে (d) রৌদ্র মাখে।
উত্তরঃ
প্রশ্নঃ “নামলে আবার ছুটে আসে”- কী ছুটে আসে?
(a) নদীর হাওয়া (b) সমুদ্রের হাওয়া
© খালের হাওয়া (d) সান্ধ্য নদীর হাওয়া।
উত্তরঃ
প্রশ্নঃ “একটা ফুল দুলছে” কোন ফুল?
(a) বেঁটে (b) মাঝারি © লম্বা (d) ছোট্ট।
উত্তরঃ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্নঃ কোন নির্দিষ্ট সময়ে ফুল দোলার কথা বলা হয়েছে?
উত্তরঃ
প্রশ্নঃ “কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে,”-‘আবার’ শব্দটি ব্যবহারের কারণ কী?
উত্তরঃ
প্রশ্নঃ ‘আবহমান’ কথাটির অর্থ কী?
উত্তরঃ
প্রশ্নঃ “ফুরয় না, তার কিছুই ফুরয় না” পরবর্তী চরণটি লেখো।
উত্তরঃ
প্রশ্নঃ “তেমনি করেই সূর্য ওঠে”- এখানে কার কথা বলা হয়েছে?
উত্তরঃ
প্রশ্নঃ “নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি,”- কার কথা বলা হয়েছে?
উত্তরঃ
প্রশ্নঃ “লাউমাচার পাশে”-কবিতায় এই চরণটি একাধিকবার ব্যবহারের উদ্দেশ্য লেখো।
উত্তরঃ
প্রশ্নঃ “সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে।” কার কথা বলা হয়েছে?
উত্তরঃ
প্রশ্নঃ ‘সান্ধ্য নদীর হাওয়া’র স্বরূপ কেমন?
উত্তরঃ
ব্যাখ্যাভিত্তিক প্রশ্নোত্তর
প্রশ্নঃ “যা গিয়ে ওই উঠানে তোরা দাঁড়া” কোন কবির, কোন কবিতার অংশ? বস্তুা কাকে, কোথায় দাঁড়াতে বলেছেন?
উত্তরঃ
প্রশ্নঃ “সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে” কে এই কাজ করে? কেন?
উত্তরঃ
প্রশ্নঃ “কে এইখানে এসেছিল অনেক বছর আগে,”- কোন কবিতার অংশ? কবির নাম লেখো। ‘কে’ বলতে কার কথা বলা হয়েছে? এখন সে কোথায়?
উত্তরঃ
প্রশ্নঃ “কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে” পঙ্ক্তিটির মর্মার্থ লেখো।
উত্তরঃ
রচনাধর্মী প্রশ্নোত্তর
প্রশ্নঃ ‘আবহমান’ কবিতা অবলম্বনে কবির প্রকৃতিচেতনার পরিচয় দাও।
উত্তরঃ
প্রশ্নঃ “তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া” কীভাবে সূর্য ওঠে? ‘তেমনি ‘করেই’ সূর্য ওঠা ও ছায়ার তাৎপর্য নির্দেশ করো।
উত্তরঃ