WBBSE Class 9 Sahityachayan “সাহিত্য সঞ্চয়ন” Answer (Bengali Medium) | আকাশে সাতটি তারা Chapter Answer

Class 9 Sahityachayan

আকাশে সাতটি তারা

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো।

প্রশ্নঃ কিশোরীর চালধোয়া হাত কীরকম ছিল?

(a) শীতল (b) শীতল অতিউয় © কবোয় (d) অতিশীতল।

উত্তরঃ

প্রশ্নঃ কেশবতী কন্যা কোথায় এসেছে?

(a) প্রান্তরে (b) মাঠে © আকাশে (d) বাতাসে।

উত্তরঃ 

প্রশ্নঃ কার চোখের মুখের ‘পরে নীল সন্ধ্যার চুল ভাসে?

(a) বনলতা সেনের (b) কেশবতীর © লক্ষ্মীপ্রিয়ার (d) কবির।

উত্তরঃ

প্রশ্নঃ ‘আকাশে সাতটি তারা’ কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? 

(a) রূপসী বাংলা (b) সাতটি তারার তিমির © মহাপৃথিবী (d) ঝরা পালক।

উত্তরঃ

প্রশ্নঃ কবিতায় কীসের ঘ্রাণের কথা বলা হয়েছে?

(a) গোলাপ (b) ধান © কলমি (d) হিন্‌চে

উত্তরঃ

প্রশ্নঃ কী রঙের বটফলের কথা বলা হয়েছে? 

(a) লাল (b) গোলাপি © সবুজ (d) নীল।

উত্তরঃ

প্রশ্নঃ কবিতায় নীরবতার বিশেষণ কী?

(a) বিধ্বস্ত (b) ক্লান্ত © নিঃশব্দ (d) নির্জন।

উত্তরঃ

প্রশ্নঃ কী রঙের সন্ধ্যা এসেছে?

(a) বেগুনি (b) নীল © কালো (d) ধূসর।

উত্তরঃ

প্রশ্নঃ হাঁসের পালক কীরকম হয়?

(a) তুলতুলে (b) নরম © খসখসে (d) মোলায়েম।

উত্তরঃ

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্নঃ ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কবি কীসের ঘ্রাণ অনুভব করেন?

উত্তরঃ

প্রশ্নঃ আকাশে সাতটি তারা’ কবিতায় কবি কীসের গন্ধ পান?

উত্তরঃ

প্রশ্নঃ ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কবি কখন ঘাসে বসে থাকেন?

উত্তরঃ

প্রশ্নঃ বাংলার বুকে নামা সন্ধ্যাকে কবি কী রঙের বলে বর্ণনা করেছেন?

উত্তরঃ

প্রশ্নঃ বাংলার বুকে নেমে আসা সন্ধ্যাকে কবি কোন বিশেষণে ভূষিত করেছেন?

উত্তরঃ

ব্যাখ্যাভিত্তিক প্রশ্নোত্তর

প্রশ্নঃ “গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে”- কী ডুবে গেছে? তার বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ

প্রশ্নঃ “এরই মাঝে বাংলার প্রাণ”- কোন সবের মাঝে বাংলার প্রাণকে অনুভব করেন কবি?

উত্তরঃ

প্রশ্নঃ “আমি এই ঘাসে বসে থাকি।” কে, কখন, কোথায় বসে থাকে?

উত্তরঃ

প্রশ্নঃ “আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের।” আমি কে? তিনি কী টের পান?

উত্তরঃ

                                                  রচনাধর্মী প্রশ্নোত্তর

প্রশ্নঃ ‘আকাশে সাতটি তারা’ কবিতায় প্রকৃতি ও মানুষ কীভাবে মিলেমিশে একাকার হয়ে। কবির অনুভূতিতে ধরা পড়েছে, তা নিজের ভাষায় লেখো। অথবা, ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কবি বাংলার সন্ধ্যার যে চিত্র এঁকেছেন তা উল্লেখ করো।

অথবা, ‘বাংলার প্রাণ’ কবি কোথায়, কীভাবে অনুভব করেছেন তা ‘আকাশে সাতটি তারা’ কবিতা অবলম্বনে আলোচনা করো।

উত্তরঃ

প্রশ্নঃ ‘আকাশে সাতটি তারা’ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো।

উত্তরঃ

প্রশ্নঃ ‘আকাশে সাতটি তারা’ নামক কবিতা অবলম্বনে কবি জীবনানন্দ দাশের প্রকৃতিপ্রেমের পরিচয় দাও।

উত্তরঃ

Paid Answer Link (Membership User)