Chapter 9
Class 8 Sahityamela
পরাজয়
পরাজয়
হাতেকলমে-র উত্তরপত্র
১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম বইয়ের নাম লেখো।
উত্তর:
১.২ কলকাতার ফুটবল নিয়ে লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো।
উত্তর:
২.১ “এত দুঃখ এত ব্যথা সে কখনও পায়নি।”-এখানে কার দুঃখ-বেদনার কথা বলা হয়েছে?
উত্তর:
২.২ “রঞ্জনদা তুমি কাল ক্লাবে যাওনি?”-এই প্রশ্নের উত্তরে রঞ্জন কী বলেছিল?
উত্তর:
২.৩ গঙ্গার পাড়ে গিয়ে কোন্ দৃশ্য রঞ্জনের চোখে ভেসে উঠল?
উত্তর:
২.৪ “সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো।”-এখানে রঞ্জনের কোন্ সিদ্ধান্তের কথা বলা হয়েছে?
উত্তর:
২.৫ “ঘোষদা একটা বড়ো খবর আছে।”-কী সেই ‘বড়ো খবর’।
উত্তর:
২.৬ “রঞ্জনের দলবদল করার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে টনক নড়েছিল ক্লাবকর্তাদের।”- কীভাবে ক্লাবকর্তাদের যে টনক নড়েছে তা বোঝা গেল?
উত্তর:
২.৭ “ব্যাপারটা কী হলো বুঝতে একটু সময় লাগল সমর্থকদের।” -এখানে কোন্ ব্যাপারটার কথা বলা হয়েছে?
উত্তর:
২.৮ “দুহাতে মুখ ঢেকেশুয়ে পড়ল একটা বেঞ্চিতে।”- স্ট্রাইকার রঞ্জন সরকারের এমনভাবে শুয়ে পড়ার কারণ কী?
উত্তর:
৩. নীচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও:
৩.১ “একটু আগে ও সবকটা কাগজে বারপুজোর রিপোর্ট পড়েছে।”-এখানে ‘ও’ বলতে কার কথা বোঝানো হয়েছে? সে সবকটা কাগজে একই বিষয়ের রিপোর্ট পড়ল কেন?
উত্তর:
৩.২ “ওকে নিয়ে মাতামাতিটা ঠিক আগের মতো আর নেই।”- আগে ‘ওকে’ নিয়ে কী ধরনের মাতামাতি হতো?
উত্তর:
৩.৩ “ঠিক এক বছর আগের ঘটনা।”-একবছর আগে কোন্ ঘটনা ঘটেছিল?
উত্তর:
৩.৪ “রঞ্জন সারাটি দিন আর বাড়ি থেকে বোরোয়নি।” – কোন্ দিনের কথা বলা হয়েছে?
উত্তর:
৩.৫ “রঞ্জন নামগুলো পড়ার চেষ্টা করে।”-রঞ্জন কোন্ নামগুলি পড়ার চেষ্টা করে?
উত্তর:
৩.৬ “রঞ্জন টেলিফোনটা রেখে দিলো।”- কোন্ কথা শুনে রঞ্জন টেলিফোনটা রেখে দিলো?
উত্তর:
৩.৭ “সত্যি ওরা তোমার সঙ্গে উচিত কাজ করেনি!”- কোন্ অনুচিত কাজের প্রতি নির্দেশ করা হয়েছে?
উত্তর:
৩.৮ “মন স্থির করে ফেলেছে তো?”-উদ্দিষ্টব্যক্তি কোন্ বিষয়ে মনস্থির করে ফেলেছে?
উত্তর:
৩.৯ “আপনি সব ব্যবস্থা করুন।”- কোন্ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে?
উত্তর:
৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
৪.১ “রাগে ফুঁসছিল রঞ্জন।”-তার এই রাগের কারণ কী?
উত্তর:
৪.২ “এত দুঃখ, এত ব্যথা সে কোথাও পায়নি।”-এই দুঃখ-যন্ত্রণার দিনে কীভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে?
উত্তর:
৪.৩ রঞ্জনের ক্লাবের সঙ্গে তার পনেরো বছরের সম্পর্ক কীভাবে ছিন্ন হলো? এই বিচ্ছেদের জন্য কাকে তোমার দায়ী বলে মনে হয়?
উত্তর:
৪.৪ “কী করবে ও ঠিক করে ফেলেছে।”-এখানে কার কথা বলা হয়েছে? সে কী ঠিক করে ফেলেছে? তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময়ে চলতে পারল কি?
উত্তর :
৪.৫ “তৃতীয় দিন রাত্তিরে টেলিফোন করল অন্য বড়ো ক্লাবের সেক্রেটারিকে।”-কোন্ দিন থেকে ‘তৃতীয় দিন’-এর কথা হয়েছে? এই দিন তিনেক সময় তার কীভাবে কেটেছে? টেলিফোনটি করায় কোন্ পরিস্থিতি তৈরি হলো?
উত্তর :
৪.৬ “দুই প্রধানের লড়াইকে কেন্দ্র করে অনেক বছর পরে কলকাতা আবার মেতে উঠেছে।”-গল্প অনুসরণে সেই লড়াইয়ের উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচের বিবরণ দাও।
উত্তর
৪.৭ “বলটা বুলেটের মতো ছুটে গিয়ে ঢুকে গেল গোলে।”-এরপর সমর্থক আর সহ-খেলোয়াড়দের উল্লাসের বিপ্রতীপে রঞ্জনের বিষণ্ণতার কোন্ রূপ গল্পে ফুটে উঠেছে?
উত্তর:
৪.৮ গল্পের ঘটনা বিশ্লেষণ করে ‘পরাজয়’ গল্পের নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো।
উত্তর:
৫. নীচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো:
চরকি, সক্কাল, নেমন্তন্ন, নম্বর, ছুটোছুটি
উত্তর:
৬. নীচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধপদ খুঁজে নিয়ে সন্ধিবিচ্ছেদ করো:
৬.১. ওর মনের মধ্যে জমে ওঠা দুঃখ আর অভিমান রূপান্তরিত হয়েছিল রাগে।
উত্তর:
৬.২. ক্লাবের কর্তাদের হাবভাব দেখে সে পরিষ্কার বুঝতে পেরেছে।
উত্তর:
৬.৩. কেউ একটা টেলিফোন পর্যন্ত করল না।
উত্তর:
৬.৪. তার পুরস্কার এতদিনে পেলাম স্বপনদা।
উত্তর:
৬.৫. ওরা যা দিয়েছে তাতেই সন্তুষ্ট ছিলাম।
উত্তর:
৭. নিম্নরেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্দেশ করো:
৭.১. রঞ্জন ঘরের মধ্যে চরকির মতো ঘুরছে।
উত্তর:
৭.২. গাড়ি পাঠানো তো দূরের কথা।
উত্তর:
৭.৩. সারাটা সকাল ও ছটফট করে বেড়িয়েছিল।
উত্তর:
৭.৪. কানে ভেসে আসে পাখির ডাক।
উত্তর:
৭.৫. রঞ্জন টেলিফোনটা রেখে দিল।
উত্তর:
৮. নীচের বাক্যগুলির ক্রিয়ার কাল নির্দেশ করো:
৮.১ গুরুত্ব দেয়নি।
উত্তর:
৮.২ তুই চলে আয়।
উত্তর:
৮.৩ কাল সকালে আমায় কলকাতার বাইরে যেতে হয়েছিল।
উত্তর:
৮.৪ আমি রঞ্জন সরকার বলছি।
উত্তর:
৮.৫ রঞ্জনের মুখে খেলে গেল ম্লান হাসি।
উত্তর:
৯. নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো:
৯.১. এত দুঃখ, এত ব্যথা সে কখনও পায়নি। (হ্যাঁ-সূচক বাক্যে)
উত্তর:
৯.২. সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো। (জটিল বাক্যে)
উত্তর:
৩. সেই মুহূর্তে কলিংবেলটা বেজে উঠল। (যৌগিক বাক্যে)
উত্তর:
৪. রঞ্জনের গলাটা একটু কেঁপে উঠল। (না-সূচক বাক্যে)
উত্তর:
৫. যারা এতক্ষণ দেয়ালে পিঠ দিয়ে লড়ছিল তারাই এখন রুখে দাঁড়াল। (সরল বাক্যে)
উত্তর:
ব্যাকরণচর্চা
নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো:
১. আজই মাঠে প্রমাণ করে দিতে হবে, নান্টুদারা ভুল করেছিল। (সরল বাক্যে)
উত্তর
২. কথাটা মনে হতে রাগে ফুঁসে উঠল রঞ্জন। (যৌগিক বাক্যে)
উত্তর:
৩. স্বপনরা যা চেয়েছিল তাই হলো। (সরল বাক্যে)
উত্তর:
৪. আমি টাকার জন্য দল ছাড়ছি না। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তর:
৫. আমরা তো ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। (না-বাচক বাক্যে)
উত্তর: