Chapter 3
Class 8 Sahityamela
পরবাসী
পরবাসী
হাতেকলমে-র উত্তরপত্র
১. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
১.১ কবি বিষ্ণু দে-র প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর:
১.২ তাঁর লেখা দুটি প্রবন্ধের বইয়ের নাম লেখো।
উত্তর:
২. নিম্নরেখ শব্দগুলির বদলে অন্য শব্দ বসিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। প্রথমটি করে দেওয়া হল:
২.১ দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ
উত্তর:
২.২ এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে।
উত্তর:
২.৩ তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে।
উত্তর:
২.৪ হঠাৎ পুলকে বনময়ূরের কথক।
উত্তর:
২.৫ বন্যপ্রাণের কথাকলি বেগ জাগিয়ে।
উত্তর:
৩. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
৩.১ পথ কীসের সঙ্গে তাল মিলিয়ে চলে?
উত্তর:
৩.২ চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন?
উত্তর :
৩.৩ ময়ূর কীভাবে মারা গেছে?
উত্তর:
৩.৪ প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে?
উত্তর:
৩.৫ পলাশের ঝোপে কবি কী দেখেছেন?
উত্তর:
৪. নীচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লেখো:
৪.১ জঙ্গলের কোন্ কোন্ প্রাণীর কথা কবি এই কবিতায় বলেছেন?
উত্তর:
৪.২ সেতারের বিশেষণ হিসেবে কবি ‘সোনালি’ শব্দের ব্যবহার করেছেন কেন?
উত্তর:
৪.৩ ‘কথক’ ও ‘কথাকলি’-র কথা কবিতার মধ্যে কোন্ প্রসঙ্গে এসেছে?
উত্তর:
৪.৪ ‘সিন্ধুমুণির হরিণ-আহ্বান’ কবি কীভাবে শুনেছেন?
উত্তর:
৪.৫ ‘ময়ূর মরেছে পণ্যে’ এই কথার অন্তর্নিহিত অর্থ কী?
উত্তর:
৫. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
৫.১ বিরামচিহ্ন ব্যবহারের দিক থেকে কবিতাটির শেষ স্তবকের বিশিষ্টতা কোথায়? এর থেকে কবি-মানসিকতার কী পরিচয় পাওয়া যায়?
উত্তরের প্রথমাংশ:
উত্তরের দ্বিতীয়াংশ:
৫.২ কবি নিজেকে পরবাসী বলেছেন কেন?
উত্তর:
৫.৩ ‘জঙ্গলে সাফ, গ্রাম মরে গেছে, শহরের/পত্তন নেই…’
-প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পঙ্ক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো।
উত্তর:
৫.৪ ‘পরবাসী’ কবিতার প্রথম তিনটি স্তবক ও শেষ দুটি স্তবকের মধ্যে বক্তব্য বিষয়ের কোনো পার্থক্য থাকলে তা নিজের ভাষায় লেখো।
উত্তর:
৫.৫ ‘পরবাসী’ কবিতাতে কবির ভাবনা কেমন করে এগিয়েছে তা কবিতার গঠন আলোচনা করে বোঝাও।
উত্তর:
৫.৬ কবিতাটির নাম ‘পরবাসী’ দেওয়ার ক্ষেত্রে কবির কী কী চিন্তা কাজ করেছে বলে তোমার মনে হয়? তুমি কবিতাটির বিকল্প নাম দাও এবং সে নামকরণের ক্ষেত্রে তোমার যুক্তি সাজাও।
উত্তরের প্রথমাংশ:
উত্তরের দ্বিতীয়াংশ:
৬. টীকা লেখো:
কথক, সেতার, কথাকলি, সিন্ধুমুনি, পণ্য
উত্তর :
৭. নীচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো:
জ্বলে, পরবাসী, চলে, তাঁবু।
উত্তর :
৮. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো:
নিটোল, বনময়ূর, সিন্ধুমুনি, নিজবাসভূমি, সেতার।
উত্তর :
১. নীচের শব্দগুলি কীভাবে গঠিত হয়েছে দেখাও :
সোনালি, আহ্বান, বন্য, বসতি, পরবাসী।
উত্তর :
১০. নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো:
১. চুপি চুপি আসে নদীর কিনারে, জল খায়। (সরল বাক্যে)
উত্তর:
২. নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি। (জটিল বাক্যে)
উত্তর:
৩. চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে। (যৌগিক বাক্যে)
উত্তর:
৪. কেন এই দেশে মানুষ মৌন অসহায়? (না-সূচক বাক্যে)
উত্তর:
১১. যে-কোনো দুটি স্তবকের মধ্যে বিশেষ্য ও বিশেষণ-এর ব্যবহার কবি কীভাবে করেছেন, দৃষ্টান্তসহ আলোচনা করো।
উত্তর :