WBBSE Class 8 Sahityamela “সাহিত্যমেলা” Chapter 1 Answer (Bengali Medium) | বোঝাপড়া Chapter Answer

Chapter 1

Class 8 Sahityamela

বোঝাপড়া

প্ৰথম পাঠঃ ১

বোঝাপড়া

হাতে কলমে-র উত্তর পত্র

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন্ পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন?

উত্তর :

১.২ ভারতের কোন্ প্রতিবেশী দেশে তাঁর লেখা গান জাতীয় সংগীত হিসাবে গাওয়া হয়?

উত্তর :

২. নীচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও :

২.১ ‘সেইটে সবার চেয়ে শ্রেয়।’-কোন্টি সবার চেয়ে শ্রেয়

উত্তর :

২.২ ‘ঘটনা সামান্য খুবই’। কোন্ ঘটনার কথা বলা হয়েছে?

উত্তর:

২.৩ ‘তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি।’-

উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো।

উত্তর:

২.৪ ‘মরণ এলে হঠাৎ দেখি/মরার চেয়ে বাঁচাই ভালো।’-ব্যাখ্যা করো।

উত্তর:

২.৫ ‘তাহারে বাদ দিয়েও দেখি/বিশ্বভুবন মস্ত ডাগর।’- উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন্ সত্য প্রকাশ পেয়েছে?

উত্তর:

২.৬ কীভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে?

উত্তর:

২.৭ ‘দোহাই তবে এ কার্যটা/যত শীঘ্র পারো সারো।’- কবি কোন্ কার্যের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন?

উত্তর:

২.৮ কখন আঁধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব?

উত্তর:

২.৯ ‘ভুলে যা ভাই, কাহার সঙ্গে/কতটুকু তফাত হলো।’ -এই উদ্ধৃতির মধ্যে জীবনের চলার ক্ষেত্রে কোন্ পথের ঠিকানা মেলে?

উত্তর:

২.১০ ‘অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি/এলে সুখের বন্দরেতে’-‘ঝঞ্ঝা কাটিয়ে আসা’ বলতে কী বোঝো?

উত্তর:

৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো।

৩.১ ‘ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে’।- তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কীভাবে অতিক্রম করতে চাও?

উত্তর:

৩.২ ‘মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক/সত্যেরে লও সহজে’। -কবির মতো তুমি কি কখনও মনের সঙ্গে কথা বলো? সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কীভাবে বোঝাবে- একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো।

উত্তর:

৩.৩ ‘তেমন করে হাত বাড়ালে/সুখ পাওয়া যায় অনেকখানি।’- ‘তেমন করে’ কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন- লেখো।

উত্তর:

৪. নীচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্ধদল চিহ্নিত করো:

বোঝাপড়া, কতকটা, সত্যেরে, পাঁজরগুলো, বিশ্বভুবন, অশ্রুসাগর।

উত্তর:

৫. নীচের প্রতিটি শব্দের তিনটি করে সমার্থক শব্দ লেখো: মন,

জখম, ঝঞ্ঝা, ঝগড়া, সামান্য, শঙ্কা, আকাশ।

উত্তর:

৬. নীচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ নিয়ে শব্দজোড় তৈরি করে বাক্য রচনা করো: আঁধার, সত্য, দোষ, আকাশ, সুখ।

উত্তর:

Paid Answer Link (Membership User)