Class 8 Sahityamela
সুভা
সুভা
হাতেকলমে-র উত্তরপত্র
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন্ পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন?
উত্তর:
১.২ ভারতের কোন্ প্রতিবেশী দেশে তাঁর লেখা গান জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয়?
উত্তর:
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ সুভার প্রকৃত নাম কী?
উত্তর:
২.২ সুভার বাবা কে?
উত্তর:
২.৩ সুভা কোন্ গ্রামে বাস করত?
উত্তর :
২.৪ গল্পে সুভার কোন্ কোন্ বন্ধুর কথা রয়েছে?
উত্তর :
২.৫ কে সুভাকে ‘সু’বলে ডাকত?
উত্তর:
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ‘সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন’- সুভা সম্পর্কে এ রকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন?
উত্তর :
৩.২ চণ্ডিপুর গ্রামের বর্ণনা দাও।
উত্তর:
৩.৩ সুভার সঙ্গে সর্বশী ও পাঙ্গলির সম্পর্ক কী রকম ছিল?
উত্তর:
৩.৪ “এইজন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত”- প্রতাপের কাছে সুভা কীভাবে মর্যাদা পেত, তা গল্প অবলম্বনে লেখো।
উত্তর:
৩.৫ “তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল”- কাদের সম্পর্কে এ কথা লেখক বলেছেন। তাঁর এরূপ মন্তব্যের কারণ বিশ্লেষণ করো।
উত্তর:
৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
৪.১ “প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়”- মানুষের ভাষার অভাব কীভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো।
উত্তর:
৪.২ সুভার সঙ্গে মনুষ্যেতর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো।
উত্তর:
৪.৩ শুক্লা দ্বাদশীর রাত্রিতে সুভার মনের অবস্থা কেমন ছিল? তার মনের অবস্থা এরকম হওয়ার কারণ কী?
উত্তর:
৪.৪ গল্পের একেবারে শেষ বাক্যটি গল্পের ক্ষেত্রে কতখানি প্রয়োজন আলোচনা করো।।
উত্তর:
৪.৫ মানুষ ও মনুষ্যেতর প্রাণীর বন্ধুত্ব নিয়ে আরো দু-একটি গল্পের নাম লেখো এবং ‘সুভা’ গল্পটির সঙ্গে তুলনা করো।
উত্তর:
*ব্যাকরণচর্চা
১. তা কেহ বুঝিল না সেটা তাহার দোষ নহে। (যৌগিক বাক্যে)
উত্তর:
২. আমাকে সবাই ভুলিলে বাঁচে। (বিস্ময়বোধক বাক্যে)
উত্তর:
৩. তাহার প্রতি বড়ো বিরক্তি ছিলেন। (না-বাচক বাক্যে)
উত্তর:
৪. সকল সময়ে ঠিক হয় না। (হ্যাঁ-বাচক বাক্যে)
উত্তর:
৫. কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া উঠে। (না-বাচক বাক্যে)
উত্তর:
৬. তাহার চোখের ভাষা অসীম উদার। (জটিল বাক্যে)
উত্তর:
৭. তাহার চোখের ভাষা অসীম উদার। (না-বাচক বাক্যে)
উত্তর:
৮. গ্রামের নাম চণ্ডীপুর। (জটিল বাক্যে)
উত্তর
৯. দুইধারে লোকালয়। (জটিল বাক্যে)
উত্তর:
১০. অভাব পূরণ করিয়া দেয়। (না-বাচক বাক্যে)
উত্তর:
১১. উভয়ের মধ্যে সমভাষা ছিল না। (হ্যাঁ-বাচক বাক্যে)
উত্তর: