WBBSE Class 8 Sahityamela “সাহিত্যমেলা” Answer (Bengali Medium) | টিকিটের অ্যালবাম Chapter Answer

Class 8 Sahityamela

টিকিটের অ্যালবাম

টিকিটের অ্যালবাম

হাতেকলমে-র উত্তরপত্র

১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ সুন্দর রামস্বামী কোন্ ভাষার লেখক?

উত্তর:

১.২ তিনি কোন্ ছদ্ম নামে লিখতেন?

উত্তর:

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

২.১ ‘টিকিটের অ্যালবাম’ গল্পের লেখক কে?

উত্তর:

২.২ মূল গল্পটি কোন্ ভাষায় রচিত?

উত্তর:

২.৩ গল্পটিতে মোট কটি চরিত্রের দেখা পাওয়া যায়?

উত্তর:

২.৪ মেয়েদের পক্ষ থেকে কে নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিয়ে যেত?

উত্তর:

২.৫ রাজাপ্পা কীভাবে তার অমূল্য ডাকটিকিটগুলি সংগ্রহ করত?

উত্তর:

২.৬ নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিলেন? 

উত্তর:

২.৭ সেই অ্যালবামের প্রথম পাতায় কী লেখা ছিল?

উত্তর:

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন?

উত্তর:

৩.২ ‘কেটে পড় হিংসুটে পোকা।’-বক্তা কে? কাকে সে এমন কথা বলেছে? তুমি কি এই কথার মধ্যে কোনো যুক্তি খুঁজে পাও?

উত্তর:

৩.৩ ‘এদের সঙ্গে তর্ক করে লাভ নেই।’- উপলব্ধিটি কার? কী বিষয়ে তর্কের প্রসঙ্গ এসেছে? তর্ক করে লাভ নেই কেন?

উত্তর:

৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

৪.১ ‘হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে’- কার এমন মনে হয়েছে? এই ‘জনপ্রিয়তা’ হঠাৎ কমে যাওয়ার কারণ কী? 

উত্তর:

৪.২ ‘কেউ রাজাপ্পার অ্যালবামের কথা উল্লেখও করত না, তাকে পাত্তাও দিত না।’-সকলের এমন আচরণের কারণ গল্প অনুসরণে আলোচনা করো।

উত্তর:

৪.৩ স্কুলের ছেলেমেয়েদের নাগরাজন কীভাবে তার নিজের অ্যালবামটি দেখতে দিত?

উত্তর:

৪.৪ ডাকটিকিট সংগ্রহ করার ক্ষেত্রে রাজাপ্পার তীব্র আকর্ষণের যে পরিচয় গল্পে রয়েছে তা আলোচনা করো।

উত্তর:

৪.৫ ‘চোরাদৃষ্টিতে অ্যালবামটা দেখত’- সেই চোরাদৃষ্টিতে দেখা অ্যালবামটির কোন্ বিশেষত্বের কথা গল্পে রয়েছে?

উত্তর:

৪.৬ নাগরাজনের প্রতি রাজাপ্পা কীভাবে ক্রমশ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল?

উত্তর:

৪.৭ ‘সন্ধ্যাবেলা রাজাপ্পা নাগরাজনের বাড়ি গেল।’- কোন্ উদ্দেশ্য নিয়ে রাজাপ্পা নাগরাজনের বাড়িতে গিয়েছিল? এর মধ্যে দিয়ে তার চরিত্রের কোন্ দিকটি ধরা পড়ে?

উত্তর:

৪.৮ ‘রাজাপ্পার চোখ জলে ভরে গেল।’- কোন্ পরিস্থিতিতে রাজাপ্পার চোখ জলে ভরে উঠল?

উত্তর:

৪.৯ ‘নাগরাজন হতবুদ্ধি হয়ে গেল।’-তার হতবুদ্ধি হয়ে পড়ার কারণ কী?

উত্তর:

৪.১০ ‘কৃতকর্মের জন্য অনুশোচনার আগুনে দগ্ধ হয়েই ‘টিকিটের অ্যালবাম’ গল্পে রাজাপ্পার আত্মশুদ্ধি ঘটেছে।’ – গল্পের ঘটনা বিশ্লেষণ করে উদ্ধৃতির যথার্থতা প্রতিপন্ন করো।

উত্তর :

৫. নীচে তোমাদের জন্য কয়েকটি ভারতীয় ডাকটিকিটের ছবি দেওয়া রইল। তোমরা এমনই অনেক ভারতের কিংবা অন্যান্য দেশের ডাকটিকিট সংগ্রহ করে একটি অ্যালবাম তৈরি করো।

উত্তর :

Paid Answer Link (Membership User)