WBBSE Class 8 Sahityamela “সাহিত্যমেলা” Chapter 2 Answer (Bengali Medium) | বনভোজনের ব্যাপার Chapter Answer

Chapter 2

Class 8 Sahityamela

বনভোজনের ব্যাপার

বনভোজনের ব্য়াপার

হাতেকলমে-র উত্তরপত্র

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন্ বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা?

উত্তর:

১.২ তাঁর লেখা দুটি উপন্যাসের নাম লেখো।

উত্তর :

২. নীচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও :

২.১ বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল?

উত্তর:

২.২ বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল?

উত্তর:

২.৩ বনভোজনের জায়গায় কীভাবে যাওয়া যাবে?

উত্তর :

২.৪ রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল?

উত্তর:

২.৫ বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবাড় করেছিল?

উত্তর:

২.৬ কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো?

উত্তর:

৩. নীচের প্রশ্নগুলির সন্ধিবিচ্ছেদ করো :

মোগলাই, রান্না, বৃষ্টি, পরীক্ষা, আবিষ্কার

উত্তর

৪. নীচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো:

বিচ্ছিরি, প্ল্যান-ট্যান, লিস্টি, ভদ্দর, ইস্টুপিড।

উত্তর

৫. নীচের প্রতিটি শব্দের ভিনটি করে সমার্থক শব্দ লেখো:

৫.১। আর সে গাট্টা, ঠাট্টার জিনিস নয় – জুতসই লাগলে স্ৰেফ গালপাট্টা উড়ে যাবে।উদ্ধৃত বাক্য়ের মধ্য়ে ‘ট’ বৰ্ণটি যুক্তাক্ষর হয়ে ক্ৰমাগত তিনিবার ব্য়বহৃত হয়েছে। কোনো বৰ্ণ যুক্ত বা বিযুক্তভাবে ব্য়বহৃত হলে তাকে অনুপ্ৰাস বলে। অৰ্থাৎ এখানে ‘ট’ (ট্ট) বৰ্ণের অনুপ্ৰাস লক্ষমীয়। 
৫.২। দ্ৰাক্ষাফল অতিশয় খাট্টা।তিনটি শব্দেম এই ক্ৰিয়াহীন বাক্য়ে দুটি তৎসম শব্দ ও একটি হিন্দি শব্দ রয়েছে। ‘দ্ৰাক্ষাফল’ ও ‘অতিশয়’ হল তৎসম শব্দ এবং ‘খাট্টা’ হল হিন্দি শব্দ। শব্দের এই বিমিশ্ৰণ এই বাক্য়টিকে অদ্ভুত এক বৈচিত্ৰ্য় দান করেছে। উপরন্তু বাক্য়টি প্ৰবাদের মতো ব্য়বহৃত হয়েছে।
৫.৩। আহা – হা চৈইত্য়া যাইত্য়াছ কেন?এই বাক্য়ে ‘আহা – হা’ অংশটি বিস্ময়বোধকতাকে চিহ্নিত করেছে। আবার ‘চৈইত্য়া যাইত্য়াছ’ হল পূৰ্ববঙ্গের বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য়। বৈঞ্জনের পূৰ্বে ‘ই’ – কার বসে অপিনিহিতি সৃষ্টি করেছে।
৫.৪। এক চড়ে গা্লের বোম্বা উড়িয়ে দেব।‘গালের বোম্বা’ উড়িয়ে দেওয়ার। প্ৰসঙ্গ সচরাচর সাহিত্য়ের ভাষায় ব্য়ৱহৃত হয় না। অপ্ৰচলিত অমন একটি শব্দকে বাক্য়ে ব্য়বহার করে প্ৰমাাণ করা হয়েছে সাহিত্য়ে কোনো শব্দ নিৰ্মাণের নিয়ম নেই।

৬. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো:

বনভোজন, দলপতি, বেরসিক, দ্রাক্ষাফল, রেলগাড়ি

উত্তর

৭. নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো :

১। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল। (জটিল বাক্যে)

উত্তর :

২। চোখের পলকে বানরগুলো গাছের মাথায়। (জটিল বাক্যে)

উত্তর:

৩। দুপুরবেলায় আসিস। বাবা-মেজদা অফিসে যাওয়ার পরে।     (একটি সরল বাক্যে)

উত্তর :

৪। ইচ্ছে হয় নিজে বের করে নাও।    (জটিল বাক্যে)

উত্তর:

৫। টেনিদা আর বলতে দিলে না। গাঁক গাঁক করে চেঁচিয়ে।    (একটি সরল বাক্যে)

উত্তর :

৮। নীচের শব্দগুলির সমার্থক প্রবচনগুলি খুঁজে বের করো এবং তা দিয়ে বাক্যরচনা করো: চুরি, নষ্টহওয়া, পালানো, গোলমাল করে ফেলা, লোভ দেওয়া, চুপ থাকা

উত্তর

চুরিহাত সাফাইদিব্য়ি হাত সাফাই করে দোকান থেকে শাড়ি ব্য়াগে ভরেছিল।
নষ্ট হওয়া বারোটা বাজাপড়াশূনো বাদ দিয়ে সবসময় ফেসবুকে থাকো, তোমার তো দেখছি বারোটা বেজে গেছে।
পালানো কেটে পড়াআমি তোকে এখানেই বসতে বলেছিলাম, হঠাৎ করে কেটে পড়লি কেন?  
গোলমাল করে ফেলা তালগোল পাকানোপরো জিনিসটা তালগোল পাকিয়ে গেল 
লোভ দেওয়ানজর দেওয়াএভাবে নজর দিও না, আমার তো পেট খারাপ করবে।  
চুপ থাকামুখে কুলুপ আঁটা তুমি কি আমার প্ৰশ্নের জবাব দেবে, না মুখে কুলুপ এঁটে থাকবে?

৯। টীকা লেখো: কলম্বাস, লেডিকেনি, বিরিয়ানি, ইউরেকা

উত্তর

১০. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও:

১০.১ বনভোজনের প্রথম তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল? তা বাতিল হল কেন?

উত্তরের প্রথমাংশ:

উত্তরের দ্বিতীয়াংশঃ

১০.২ বনভোজনের দ্বিতীয় তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল এবং কে কী কাজের দায়িত্ব নিয়েছিল?

উত্তরের প্রথমাংশ:

উত্তরের দ্বিতীয়াংশ:

১০.৩ প্যালার রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও।

উত্তর:

১০.৪ ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কী কী বিপদ ঘটেছিল?

উত্তর:

১০.৫ ‘মাছের কালিয়ার তিনটি বেজে গেল’- মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কী?’

উত্তর:

১১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো।

১১.১ এই গল্পটির নাম ‘বনভোজন’ না হয়ে ‘বনভোজনের ব্যাপার’ হল কেন?

উত্তর

১১.২ এই গল্পে ক’টি চরিত্রের সঙ্গে তোমার দেখা হল? প্রত্যেকটি চরিত্র নিয়ে আলোচনা করো।

উত্তরের প্রথমাংশ:

উত্তরের দ্বিতীয়াংশ :

১১.৩ এ গল্পটিতে হাস্যরস সৃষ্টির জন্য ভাষার দিক থেকে লেখক নানারকম কৌশল অবলম্বন করেছেন। কী কী কৌশল তুমি খেয়াল করেছ লেখো।

উত্তর:

১১.৪ শীতকালে পিকনিক নিয়ে তোমার অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো/গল্প লেখো।

উত্তর:

১১.৫ টেনিদা-র মতো আরো কয়েকটি ‘দাদা’ চরিত্র বাংলা সাহিত্যে দেখতে পাওয়া যায়। এরকম তিনটি চরিত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করো।

উত্তর :

Paid Answer Link (Membership User)