Class 8 Sahityamela
ছন্নছাড়া
ছন্নছাড়া
হাতেকলমে-র উত্তরপত্র
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১। অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তর:
১.২। তিনি কোন্ পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন?
উত্তর:
২। নীচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো:
২.১। কবি প্রথমে গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন?
উত্তর:
২.২। ‘ড্রাইভার বললে, ওদিকে যাব না।’-ওদিকে না যেতে চাওয়ার কারণ কী?
উত্তর:
২.৩। ‘তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে।’ー সড়কের মাঝখানে, পথে এসে দাঁড়ানোর কারণ কী?
উত্তর:
২.৪। ‘আমি বললুম, না ওখান দিয়েই যাব।’- কবির ‘ওখান’ দিয়েই যেতে চাওয়ার কারণ কী?
উত্তর:
২.৫। ‘ওই দেখতে পাচ্ছেন না ভিড়?’- ওখানে কীসের ভিড়।
উত্তর:
২.৬। ‘কে সে লোক?’-‘লোক’টির পরিচয় দাও।
উত্তর:
২.৭। ‘চেঁচিয়ে উঠল সমন্বরে….’-বলে কী তারা সমস্বরে চেঁচিয়ে উঠল?
উত্তর:
২.৮। ‘আমি নেমে পড়লুম তাড়াতাড়ি’-কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন?
উত্তর:
২.৯। ‘ফিরে আসতেই দেখি’… ফেরার পথে কবি কী দেখতে পেলেন?
উত্তর:
২.১০। ‘অবিশ্বাস্য চোখে দেখলুম’- কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন?
উত্তর:
৩। নির্দেশ অনুসারে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
৩.১। ‘ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে’- কবির যাত্রাপথের অভিজ্ঞতার বিবরণ দাও।
উত্তর:
৩.২। ‘গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে
গাছ না গাছের প্রেতচ্ছায়া-‘
-একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের পঙ্ক্তিতে তাকে ‘গাছের প্রেতচ্ছায়া’ বলা হয়েছে তা বুঝিয়ে দাও।
উত্তর:
৩.৩। ‘ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে।’-এভাবে কবিতায় উত্তমপুরুষের রীতি কীভাবে ব্যবহৃত হয়েছে, অন্তত পাঁচটি পত্তি উদ্ধৃত করে বুঝিয়ে দাও।
উত্তর:
৩.৪। ‘কারা ওরা’?-কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও।
উত্তর:
৩.৫। ‘ঘেঁষবেন না ওদের কাছে।’- এই সাবধানবাণী কে উচ্চারণ করেছেন? ‘ওদের’ বলতে কাদের কথা বোঝানো হয়েছে?
ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেওয়া হলো কেন?
উত্তরের প্রথমাংশ:
উত্তরের দ্বিতীয়াংশ:
উত্তরের তৃতীয়াংশঃ
৩.৬। ‘তাই এখন এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে।’ -এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের জীবনের এমন পরিণতির কারণ কবিতায় কীভাবে ধরা পড়েছে তা নির্দেশ করো।
উত্তরের প্রথমাংশ:
উত্তরের দ্বিতীয়াংশ:
৩.৭। ‘জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে?’- প্রশ্নবাক্যটিতে প্রশ্নকর্তার কোন অনুভূতির প্রকাশ ঘটেছে? তাঁর এই প্রশ্ন ছুঁড়ে দেওয়ার পর কীরূপ পরিস্থিতি তৈরি হল?
উত্তরের প্রথমাংশ:
উত্তরের দ্বিতীয়াংশ:
৩.৮। ‘প্রাণ আছে, এখনো প্রাণ আছে।’- এই দুর্মর আশাবাদের ‘তপ্ত শঙ্খধ্বনি’ কবিতায় কীভাবে বিঘোষিত হয়েছে তা আলোচনা করো।
উত্তর:
৩.৯। কবিতায় নিজের ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে চাওয়া মানুষটির ‘ছন্নছাড়া’-র প্রতি যে অনুভূতির প্রকাশ ঘটেছে তা বুঝিয়ে দাও।
উত্তর:
৩.১০। কবিতায় ‘গাছটি’ কীভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তা আলোচনা করো।
উত্তর:
৩.১১। ‘এক ক্ষয়হীন আশা
এক মৃত্যুহীন মর্যাদা।’- ‘প্রাণকে’ কবির এমন অভিধায় অভিহিত করার সঙ্গত কারণ নিজের ভাষায় বিশ্লেষণ করো।
উত্তর:
৪। নীচের প্রতিটি শব্দের দল বিভাজন করে দেখাও :
এলোমেলো, ছন্নছাড়া, নৈরাজ্যে, বাসিন্দে, শালীনতা, আত্মীয়তা, শঙ্খধ্বনি, পত্রপুঞ্জে।
শব্দ
দল বিভাজন
শব্দ
দল বিভাজন
শব্দ
দল বিভাজন
শব্দ,
দল বিভাজন
শব্দ
দল বিভাজন
দল
দল বিভাজন
শব্দ
দল বিভাজন
শব্দ
দল বিভাজন
৫। নীচের শব্দগুলির ব্যুৎপত্তি নির্ণয় করো: বর্তমান, ভদ্রতা, সম্ভাষণ, গতি, ভিখিরি, ভব্যতা, রুষ্ট, জিজ্ঞেস, পিছে।
উত্তর :
৬। নীচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন কোন নিয়ম কাজ করেছে তা দেখাও জুতো, বাসিন্দে, ক্ষেত, চোখ, কদ্দুর, ভিখিরি।
উত্তর :
৭। নিম্নলিখিত পদগুলির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো:
প্রেতচ্ছায়া, ছাল-বাকল, ক্ষুধাহরণ, সোল্লাসে, স্নেহার্দ্র, শঙ্খধ্বনি।
উত্তর :
৮। কোন শব্দে কী উপসর্গ আছে আলাদা করে দেখাও: প্রতিশ্রুতি, বেওয়ারিশ, অনুসরণ, প্রচ্ছন্ন, অভ্যর্থনা, অধিকার
উত্তর : উপসর্গ শব্দ
প্রতিশ্রুতি :
বেওয়ারিশ:
অনুসরণ :
প্রচ্ছন্ন :
অভ্যর্থনা :
অধিকার :
৯। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো:
৯.১। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। (জটিল বাক্যে)
উত্তর:
৯.২। দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে? (যৌগিক বাক্যে)
উত্তর:
৯.৩। কারা ওরা? (প্রশ্ন পরিহার করো)
উত্তর:
৯.৪। ঘেঁষবেন না ওদের কাছে। (ইতিবাচক বাক্যে)
উত্তর:
৯.৫। একটা স্ফুলিঙ্গ-হীন ভিজে বারুদের স্তূপ। (না সূচক বাক্যে)
উত্তর:
৯.৬। জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? (পরোক্ষ উক্তিতে)
উত্তর:
৯.৭। আমরা খালি ট্যাক্সি খুঁজছি। (জটিল বাক্যে)
উত্তর:
৯.৮। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠেছে ফুল। (ক্রিয়ার কাল নির্দেশ করো)
উত্তর: