WBBSE Class 7 Sahityamela “সাহিত্য়মেলা” Answer (Bengali Medium) | নানান দেশে নানান ভাষা Chapter Answer

Class 7 Sahityamela

নানান দেশে নানান ভাষা

অধ্যায় ৮

নানান দেশে নানান ভাষা

• কবি পরিচিতি

রামনিধি গুপ্ত (১৭৪১-১৮৩৯): রামনিধি গুপ্ত নিধুবাবু নামেই অধিক পরিচিত। বাল্যকাল কলকাতায় কাটলেও তাঁর জন্ম হুগলি জেলায়। নানাধরনের গান লিখলেও মূলত টপ্পার জন্যই তিনি জনপ্রিয়। ১৮৩৭ খ্রি. তার গানের সংকলন ‘গীতরত্ন’ গ্রন্থ প্রকাশিত হয়। তার একটি গানের ছত্র বাংলায় প্রায় প্রবাদের মর্যাদা পেয়েছে-

‘বিনা স্বদেশি ভাষা পুরে কি আশা’

• বিষয়বস্তু

নানান দেশে নানান ভাষা প্রচলিত আছে, কিন্তু স্বদেশীয় ভাষা ছাড়া মনের আশা পূরণ হয় না। চাতকপাখির জলপানের দৃষ্টান্ত দিয়ে আপন ভাষার গুরুত্ব প্রকাশ করেছেন কবি।

• নামকরণ

নানা দেশে নানা ভাষা থাকলেও স্বদেশীয় ভাষা ছাড়া মনের আশা পূরণ হয় না। অনেক নদী, সরোবর থাকা সত্ত্বেও বৃষ্টির জল ছাড়া চাতকীর তৃষ্ণা দূর হয় না। এই কবিতাটির নামকরণ হয়েছে বিষয় অনুসারী।

• সঠিক অর্থবিধান

স্বদেশীয়-নিজের দেশের; পূরে-পূরণ হয়; সরোবর বড়ো হ্রদ; চাতকী-এক শ্রেণির পাখি, যারা বৃষ্টি বিন্দু থেকে জল পান করে তৃষ্ণা নিবারণ করে; তৃষা-তৃয়া; বিনে-ছাড়া।

সংযোজিত প্রশ্ন

একটি বাক্যে উত্তর দাও:

১. কী ছাড়া আশা পূরণ হয় না?

উত্তর:

২. কী ছাড়া চাতকীর তৃয়া মেটেনা?

উত্তর:

৩ . শূন্যস্থান পূরণ করো।

ক। নানান দেশে নানান।

উত্তর:

খ। কত নদী সরোবর, কিবা ফল-।

উত্তর:

৪. ‘স্বদেশীয় ভাষা’ বলতে কোন্ ভাষার কথা বলা হয়েছে?

উত্তর:

৫. কোন্ জলে চাতকীর তৃষ্ণা মেটে?

উত্তর: ‘

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১. ‘নানান দেশে নানান ভাষা।’- এই বাক্যের অর্থ কী?

উত্তর:

২. “ধরাজল বিনে কভু ঘুচে কি তৃষা”- এই কথা বলার কারণ কী?

উত্তর:

৩. “বিনে স্বদেশীয় ভাষা পুরে কি আশা?”-এই বক্তব্যের মধ্যে দিয়ে কবির কোন্ মানসিকতার পরিচয় পাওয়া যায়?

উত্তর:

৪. “কত নদী সরোবর, কিবা ফল চাতকীর”- উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর:

৫. ‘নানান দেশে নানান ভাষা’ কবিতাটির মূল বক্তব্য নিজের ভাষায় গুছিয়ে লেখো।

উত্তর:

ব্যাকরণের সহজ পাঠ

১. গদ্যরূপ লেখো : বিনে, পুরে, ঘুচে, তৃষা, কভু।

উত্তর:

২. পদান্তর করো : দেশ, স্বদেশীয়, আশা, তৃষ্ণা।

উত্তর:

৩. বাক্য রচনা করো : স্বদেশীয়, সরোবর, কভু, তৃষা।

উত্তর: