Chapter 3
Class 6 Sahityamela
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি হাইনরিখ হাইনে
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি
হাইনরিখ হাইনে [১৭৯৭-১৮৫৬]
অনুবাদ: সৌম্যেন্দ্রনাথ ঠাকুর [১৯০১-১৯৭৪]
হাতেকলমে
১) নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
১.১ কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়?
>
১.২ কবি হাইনে-র লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।
>
১.৩ কবি হাইনে-র লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো।
>
২) ঠিক উত্তরের ওপরে (✔) দাও:
২.১ (উত্তরে/দক্ষিণে/পশ্চিমে) বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে।
>
২.২ যেন বরফের (সোনালি/রূপালি/সন্জে) কাপড় পরে…।
>
২.৩ মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাইন/পাম/খেজুর) গাছ।
>
২.৪ জার্মান ভাষায় কবিতা লেখেননি (গোয়টে/রিলকে/ শেক্সপিয়র)।
>
৩) নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর লেখো:
৩.১ পাইন গাছ সাধারণত কোন্ অঞ্চলে দেখতে পাওয়া যায়?
>
৩.২ তাত পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে?
>
৩.৩ পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে?
>
৩.৪ পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে?
>
৪) নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
৪.১ পাম গাছের বুক বেদনায় ভরা কেন?
>
৪.২ পাইন গাছ কী স্বপ্ন দেখে?
>
৪.৩ বরফের দেশের পাইন গাছ, মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন?
>
৫) ‘মরুভূমি’ ও ‘মরুতট’ শব্দ দুটি লক্ষ্য করো।
ভূমি —> মরুভূমি
মব়ু +
তট —> মরুতট
একইভাবে ‘সূর্য’ ও ‘নয়ন’-এর সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো।
> সূর্য + সাক্ষী সূর্যসাক্ষী
তোরণ সূর্যতোরণ
ঘড়ি সূর্যঘড়ি
মুখী সূর্যমুখী
পরশ সূর্যপরশ
কিরণ সূর্যকিরণ
নয়ন + মণি নয়নমণি
জল নয়নজল
বাণ নয়নবাণ
গোচর নয়নগোচর
জুলি নয়নজুলি
৬) সমগ্র কবিতাটির মধ্যে কতগুলি বিশেষণ খুঁজে পাও লেখো:
>
৭) নানারকম গাছের নাম লিখে নীচের ছকটি পূরণ করো:
>
৮) পার্বত্য অঞ্চল ও মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নীচের মানস মানচিত্রে কী কী শব্দ ব্যবহার করবে? তুমি এর মধ্যে যে-কোনো একটিতে মানস অভিযানে গেলে কী কী জিনিস সঙ্গে নেবে? সেই অভিযানের কাল্পনিক বিবরণ কয়েকটি বাক্যে লেখো।