WBBSE Class 6 Sahityamela “সাহিত্যমেলা” Chapter 1 Answer (Bengali Medium) | ভরদুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী Chapter Answer

Chapter 1

Class 6 Sahityamela

ভরদুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী

ভরদুপুরে

নীৰেন্দ্ৰনাথ চক্ৰবৰ্তী  [১৯২৮—২০১৮]

১) নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

১.১ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়?

১.২ তাঁর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।

২)নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:

২.১ ‘অশথ গাছ’-কে ‘পথিকজনের ছাতা’ বলা হয়েছে কেন?

২.২ রাখালরা গাছের তলায় শুয়ে কী দেখছে?

২.৩ কত নদীর ধারের কোন্ দৃশ্য কবিতায় ফুটে উঠেছে?

► 

৩) একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো: তৃণ, তটিনী, গোরক্ষক, পৃথিবী, জলধর।

► 

মূলকবিতায় উল্লেখিত শব্দ
তৃণ 
তটিনী 
গোরক্ষক
পৃথিবী
জলধর

৪) নীচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করো: ঘাস, রাখাল, আকাশ, মাঠ, আদর, গাছ, লোক।

► 

বিশেষ্যবিশেষণবিশেষ্যবিশেষণ
ঘাসআদর
রাখালগছ
আকাশ লোক
মাঠ

৫) পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো: নদী, আদর, বাতাস।

উপসর্গমূল শব্দনতুন শব্দ
নদী

উপসর্গমূল শব্দনতুন শব্দ
আদর
বাতাস

৬) নীচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো:

৬.১ ওই যে অশথ গাছটি, ও তো পথিকজনের ছাতা।

তার

৬.২ কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো।

৬.৩ আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে।

সম্প্রসারিত অংশ উদ্দেশ্যবিধেয়
৬.১রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাওই যে অশথ গাছটিও তো পথিকজনের ছাতা
৬.২ হঠাৎ আগত দমকাবাতাসওড়ায় মিহিন সাদা ধুলো, কেউ কোথা নেই
৬.৩ আমাদের এই সুন্দরবিশ্বভুবনআচঁল পেতে ঘুমোচ্ছে এইখন

৭)  ‘বিশ্বভুবন’ শব্দে ‘বিশ্ব’ আর ‘তুবন’ শব্দ দুটির একত্র উপস্থিতি রয়েছে যাদের অর্থ একই। এমন পাঁচটি নতুন শব্দ তুমি তৈরি করো।

৮) “ওই যে অশথ গাছটি…” অংশে ‘ওই’ একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম। এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও। যেমন-ও, উহা, উনি, ওঁরা ইত্যাদি।

৯) ‘পথিকজনের ছাতা’-সম্বন্ধপদটি চিহ্নিত করো, কবিতায় থাকা সম্বন্ধপদ খুঁজে লেখো আর নতুন সম্বদ্ধপদ যুক্ত শব্দ তৈরি করো। যেমন-গোঠের রাখাল, দুপুরের ঘুম।

১০) ‘ওই বড়ো নৌকাটি’ বলতে বোঝায় একটি নৌকাকে। নৌকার সঙ্গে এখানে ‘টি’ নির্দেশক বসিয়ে একবচন বোঝানো হয়েছে। এরকম একটিমাত্র একবচনের রূপ বোঝাতে কোন, কোন্ নির্দেশক ব্যবহূত হতে পারে, তা উদাহরণ দিয়ে লেখো

১১) কবিতা থেকে বহুবচনের প্রয়োেগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো। প্রসঙ্গত, শব্দকে আর কী কী ভাবে আমরা বহুবচনের রূপ দিতে পারি, তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।

বহুবচনাত্মক শব্দনতুন শব্দবহুবচনাত্মক শব্দনতুন শব্দ 
রাছাত্ররারাশিজলরাশি
এরাবালকেরারাজিপুষ্পরাজি
বর্গবন্ধবর্গ পুঞ্জমেঘপুঞ্জ
গণসদস্যগণমালাঊর্মিমালা
বৃন্দাছাত্রবৃন্দশ্রেণিপর্বতশ্রেণী
কুল মনুষ্য়কুলসমূহনদীসমূহ
গুলি/গুলোফুলগুলি / ফুলগুলোমন্ডলীশিক্ষকমণ্ডলী

১২) নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

১২.১) “আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে”-কবির এমন ভাবনার কারণ কী?

১২.২) ‘ভরদুপুরে’ কবিতায় গ্রামবাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠা সেই ছবিটা কেমন লেখো।

১২.৩) কোনো এক ছুটির দিনে দুপুরবেলায় তোমার বাড়ির চারপাশ জুড়ে কেমন পরিবেশ সৃষ্টি হয়, তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো।

বদরতলা, হাবড়া

                                   তাং ২৬/৫/২২

 ▶    

১২.৪)  তোমার দেখা একটি অলস দুপুরের ছবি আঁকো।

 ▶

অতিরিক্ত প্রশ্নোত্তর

১) নিম্নলিখিত শব্দগুলির মধ্যে থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো:

মেঘগুলো, কোথা, সাদা, ঘাসের, রাখাল, মিহিন, এইখানে, আদর, ছুঁয়ে, বাতাস, বিশ্বভুবন।

১.১ তলায় _______ গালচেখানি/ ________ করে পাতা।

১.২ দেখছে   _______  ________ যায় / আকাশটাকে _________ ।

১.৩ কেউ _______  নেই,________, ওড়ায়/_______ ধুলো।

১.৪  আঁচল পেতে______  / ঘুমোচ্ছে __________ । 

২)  সঠিক উত্তরটি নির্বাচন করো:

২.১ নীরেন্দ্রনাথ চক্রবর্তী যে-কাব্যের জন্য ‘অকাদেমি পুরস্কার’ পান-

(ক) ‘নীল নির্জন’  

(খ) ‘উলঙ্গ রাজা’ 

(গ) ‘অন্ধকার বারান্দা’

(ঘ) ‘কলকাতার যীশু

২.২ ‘ভরদুপুরে’ কবিতায় কবি প্রথমেই যে-গাছটির কথা বলেছেন সেটি হল-

(ক) বট গাছ  

(খ) তাল গাছ    

(গ) দেবদারু গাছ                     

(ঘ) অশথ গাছ 

২.৩ মত “তলায় ঘাসের গালচেখানি” কীসের তলায়?

(ক) অশথ গাছের তলায়

(খ) বেল গাছের তলায়

(গ) মন্দিরের তলায়

(ঘ) ধর্মতলায়

২.৪ “তলায় ঘাসের গালচেখানি” কেমন করে পাতা?

(ক) হাল্কা করে

(গ) আদর করে

২.৫ “চরছে দূরে”- কী চরছে?

(ক) গোরু-ছাগল

(গ) গোরু-মোষ

(খ) পুরু করে

(ঘ) এলোমেলো করে

২.৬ “দেখছে রাখাল মেঘগুলো যায়”- কীভাবে মেঘ

গুলো যায়?

(ক) দ্রুতগতিতে

(খ) ধীরগতিতে

(গ) সারি বেঁধে

(ঘ) আকাশটাকে ছুঁয়ে

২.৭ জাল “খোলের মধ্যে”- কী আছে?

(ক) শুকনো খড়

(গ) শস্যবীজ

(খ) ধান

(ঘ) খাদ্যদ্রব্য

২.৮ আল “খোলের মধ্যে বোঝাই করে”- কীসের খোল?

(ক) জাহাজের

(গ) লঞ্চের

(খ) স্টিমারের

(ঘ) নৌকার

২.৯ “কেউ কোথা নেই, বাতাস ওড়ায়”-কী ওড়ায়? 

( ক) মিহিন সাদা বালি 

(খ) রুক্ষ ধুলো

(গ) মিহিন সাদা ধুলো

(ঘ) শুকনো পাতা

২.১০ আর “যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো।” কোন্ সময়ে লোকে ঘুমোচ্ছে?

(ক) মাঝদুপুরে

(খ) ভরদুপুরে

(গ) দিনদুপুরে

(ঘ) বিকেলবেলায়

২.১১ ‘ভরদুপুরে’ শুধুমাত্র কারা ঘুমোয় না?.

(ক) শিশু

(খ) মানুষ

(গ) বুড়ো

(ঘ) পশু

২.১২ “বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে।” -কীভাবে ঘুমোচ্ছে?

(ক) শয্যা পেতে

(খ) মাদুর পেতে

(গ) আঁচল পেতে

(ঘ) গামছা পেতে

উত্তর

৩) একটি বাক্যে উত্তর দাও:

৩.১ ‘ভরদুপুরে’ কবিতায় কবি কোন গাছকে, কাদের ছাতা বলেছেন?

৩.২ গালিচা সাধারণত কোথায় পাতা হয়?’

৩.৩ ‘ভরদুপুরে’ কবিতায় গাছের তলায় কী পাতা আছে বলে কবি উল্লেখ করেছেন?

৩.৪ ‘ভরদুপুরে’ কবিতায় রাখাল কোথা থেকে, কী দেখছে?

৩.৫ অত ‘ভরদুপুরে’ কবিতায় নৌকোর খোলে কী বোঝাই করা আছে?

৩.৬ অত ‘ভরদুপুরে’ কবিতায় নৌকো কোথায় বাঁধা আছে?

৩.৭ এর ‘ভরদুপুরে’ কবিতায় বাতাস কী ওড়াচ্ছে?

৩.৮ ‘ভরদুপুরে’ কবিতায় বিশ্বভুবন কীভাবে ঘুমোয়?

৩.৯ দিনকে ক-টি ভাগে ভাগ করা যায়?

৩.১০ কোন্ সময়কে ভরদুপুর বলে?

৩.১১ অশথ গাছের মতো আরও কয়েকটি গাছের নাম লেখো, যেসব গাছের ছায়া পাওয়া যায়।

► 

৩.১২ মেঘ ছাড়া আর কাকে আকাশকে ছুঁয়ে যেতে দেখা যায়?

৩.১৩ গালচেকে আর কী নামে তুমি চেনো?

৩.১৪ ঘাসের গালচেকে কবি ‘আদর করে পাতা’ বলেছেন কেন?

৩.১৫ ‘ভরদুপুরে’ কবিতায় রাখাল শুয়ে শুয়ে কী দেখছে?

► 

৩.১৬  ‘কেউ কোথা নেই’ বলতে কবি কী বুঝিয়েছেন?

৩.১৭ ‘ভর’ শব্দটি পরে বসিয়ে তিনটি শব্দ লেখো।

৩.১৮ ‘ভরদুপুর’ শব্দটি উচ্চারণ করতে বাগ্যন্ত্র ক-বার বিশ্রাম নেয়?

  প্রস্তুতিকালীন মূল্যায়ন

সময়—৩০ মিনিট                                                                                                     পূর্ণমান —১৫

১) সঠিক উত্তর নির্বাচন করো :                                                                                                 ১×৪

১.১ আলোচ্য কবিতায় কোন্ গাছের উল্লেখ আছে?

(ক) নিম

(খ) বট

(গ) অশথ

(ঘ) পাকুড়

১.২ দূরে কী চরছে?

(ক) গোরুবাছুর

(খ) গোরু ছাগল

(গ) ভেড়া

(ঘ) একপাল মোষ

১.৩ বাতাস কী উড়িয়ে নিয়ে যাচ্ছে?

(ক) বালি

(খ) ধুলো

(গ) কাগজের টুকরো

(ঘ) শুকনো পাতা

১.৪ বিশ্বভুবন কী পেতে ঘুমোচ্ছে?

(ক) মাদুর

(খ) গালচে

(গ) চাদর

(ঘ) আঁচল

২)এককথায় উত্তর দাও:                                                                                                            ১×৫

                                                                                                                                                                             ২.১ রাখাল কী দেখছে?

২.২নৌকার খোলে কী বোঝাই করা আছে?

২.৩যাতে নৌকা কোথায় বাঁধা আছে?

২.৪ মানুষজন কোথায় ঘুমোচ্ছে?

২.৫ গাছের তলায় কী পাতা আছে?

৩) সংক্ষিপ্ত প্রশ্নাবলি :                                                                                                 ২×৩

৩.১ অশথ গাছ-কে ‘পথিকজনের ছাতা’ বলার কারণ কী ?

৩.২ বিশ্বভুবন কীভাবে আঁচল পেতে ঘুমোয় ?

৩.৩’গালচেখানি আদর করে পাতা’ বলতে কী বোঝো