WBBSE Class 3 Bangla Chapter 25 Answer কে ছিলেন ইশপ অধ্যায় উত্তর (Bengali Medium) Patabahar

কে ছিলেন ইশপ

অধ্যায় 25

অধ্যায় – ২৭

                                কে ছিলেন ইশপ

১। একটি বাক্যে উত্তর দাও :

১.১ শেয়াল কিছুতেই কীসের নাগাল পায়নি?

১.২ শেয়াল শেষে কী বলে চলে গিয়েছিল?

১.৩ খরগোশ কেমন ছিল?

১.৪ খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল?

১.৫ খরগোশ কেন হেরে গিয়েছিল?

১.৬ রাখাল ছেলে কী করত?

১.৭ ইশপ কোন দেশের মানুষ ছিলেন?

১.৮ ইশপ কাদের নিয়ে গল্প বানাতেন?

১.৯ ইশপের প্রভু কে ছিলেন?

১.১০ তিনি ইশপকে কোথায় পাঠিয়েছিলেন?

১.১১ সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল?

১.১২ সেখানকার মানুষ কেমন ছিল?

১.১৩ তাদের আচরণ দেখে ইশপ কোন গল্প বাঁধলেন?

‘সোনার ডিম পাড়া হাঁসের’ গল্প বাঁধলেন।

১.১৪ নীতিগল্প কাকে বলে?

১.১৫ আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি?

ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি-এইসব সদগুণগুলো থাকা অত্যন্ত প্রয়োজন।

১.১৬ অনুবাদ বা তরজমা কাকে বলে?

১.১৭ ইশপের গল্প বিভিন্ন দেশে কেন জনপ্রিয়?

১.১৮ ইশপকে কেন ‘মানৰজাতির সবচেয়ে বড়ো শিক্ষকদের একজন’ বলা হয়েছে?

২। ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলান:

            ‘ক’              ‘খ’
শেয়ালভবিষ্যৎবাণী
রাখালছেলেসোনার ডিম
ডেলফিবাঘ
খরগোশআঙুরগুচ্ছ
হাঁসদৌড় প্রতিযোগিতা

৩। ঠিক শব্দটি বেছে শূন্যস্থান পূরণ করো:

৩.১ ইশপ ছিলেন একজন (রাজা/পুরোহিত/ক্রীতদাস)।

৩.২ ইশপের প্রভু ছিলেন রাজা- (ক্লোসাস/অলিম্পাস/ জুলিয়াস)।

ইশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস।

৩.৩ ইশপ ছিলেন- (চিন/গ্রিস/মিশর) উত্তরঃ ইশপ ছিলেন গ্রিস দেশের লোক।

৩.৪ ইশপের প্রভু ইশপকে (এথেন্স/স্পাটা/ডেলফি)

৩.৫ ডেলফি শহরটি বিখ্যাত ছিল-(অমলিন কাপড়/ ভবিষ্যৎবাণী/যুদ্ধ বিগ্রহকে)

৪। নীচের শব্দঝুড়ি থেকে ঠিকশব্দ বেছে ঠিক জায়গায় বসাও।

অনুবাদ, উপহাস, নিষ্ঠা, নীতিগল্প, সোনার ডিম

৪.১ কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা।

৪.২ একটা হাঁস সোনার ডিম পাড়ত।

৪.৩ চেহারা নিয়ে ইশপকে উপহাস শুনতে হতো।

৪.৪ ইশপের রচনাগুলি নীতিগল্প।

৪.৫ ইশপের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায়।

৫। এই গদ্যে বলা নেই, তোমার জানা ইশপের একটি গল্প নিজের ভাষায় লেখো:

একসময় এক বাঘের গলায় হাড় ফুটেছিল। যন্ত্রণায় কাতর হয়ে বাঘ সকলকে অনুরোধ করছিল তার গলার হাড়টা বার করে দেওয়ার জন্য। কিন্তু কেউ বাঘের অনুরোধ রক্ষা করতে বাঘের কাছেই ঘেঁষছিল না।

তখন বাঘ ঘোষণা করল, যে তার গলার হাড় বার করে দেবে তাকে সে অনেক পুরস্কার দেবে। কিন্তু তবুও কোনো জন্তু এগিয়ে এল না। বাঘ পড়ল মহা বিপদে। সে কোনো কিছু খেতেও পারে না। আবার যন্ত্রণা তো আছেই।

অবশেষে একটা লম্বা ঠোঁটওলা সারস পুরস্কারের লোভে বাঘের কাছে এসে বলল, ‘আমি তো তোমার গলার হাড় বার করে দেব। কিন্তু আমাকে তুমি পুরস্কার দেবে তো?

বাঘ ঘাড় নেড়ে পুরস্কার দেওয়ার কথা জানাল।

তারপর বাঘ তার গলাটা ফাঁক করল। সারস তার লম্বা চক্ষু বাঘের মুখের মধ্যে ঢুকিয়ে আটকে থাকা হাড়টা বার করে আনল।

হাড় বেরিয়ে আসতে বাঘ যন্ত্রণা মুক্ত হল। সারস এবার বলল, ‘আমাকে তোমার প্রতিশ্রুত পুরস্কার দাও’।

বাঘ বলল, ‘তুই ব্যাটা বাঘের গলার মধ্যে তোর মাথা ঢুকিয়ে আবার বার করে আনতে পেরেছিস জীবন নিয়ে- এটাই কী তোর, সবচেয়ে বড়ো পুরস্কার নয়? যা ব্যাটা ভাগ, মেলা বকিস না।

সারসটি ভয়ে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। নীতিশিক্ষা: দুরাত্মাকে কখনও বিশ্বাস করতে নেই।

৬। ইশপের মতোই আমাদের দেবতা ছিলেন বিষ্ণু শর্মা। তাঁর লেখা ‘পঞ্চতন্ত্র’ গোটা পৃথিবীতেই বিখ্যাত এবং সমাদৃত। ‘পঞ্চতন্ত্র’ থেকে কোনো গল্প জানা থাকলে সেটি শ্রেণিকক্ষে সবাইকে শোনাও। আর যদি জানা না থাকে তবে শিক্ষক/শিক্ষিকার কাছ থেকে জেনে নাও।

তৃষার্ত কাক অথবা বুদ্ধিই বল

১। অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১.১ ‘এই মানুষটি ছিলেন একজন ক্রীতদাস’।- কার কথা বলা হয়েছে?

১.২ ‘তারা ছিল বড়ো লোভী।’- কাদের কথা বলা হয়েছে?

১.৩ ‘সেই গল্পটি তিনি তাদের শুনিয়েও দিলেন।’ কোন্ গল্পের কথা বলা হয়েছে?

১.৪ ‘সবই নীতি গল্প’ – নীতিগল্প কী?

১.৫ ‘এইসব সদ্‌গুণ যে আমাদের জীবনে কত জরুরি’ কোন্ সদ্‌গুণের কথা বলা হয়েছে?

২। বিপরীত অর্থ লেখো: সৎ, অহংকারী, জড়ো, বাঁচাতে, প্রাচীন, উপহাস, ভালোবাসা, শ্রদ্ধা, জরুরি, কমেনি, কৃতজ্ঞতা।

৩। ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো:

          ‘ক’        ‘খ’
খরগোশসোনার ডিম
পুরোহিত  ভাষা
অনুবাদ  অহংকারী
হাঁসলোভী