গথিক স্থাপত্য বুলিলে কি বুজা ?

ইউৰুপে শিল্প ইতিহাসে ত্রয়োদশ শতাব্দির প্রায় মধ্যভাগ থেকে পঞ্চদশ শতাব্দি পর্যন্ত সময়কালকে গথিক শিল্পের কাল বলা হয়ে থাকে। ঊনবিংশ শতাব্দিতে ভিক্টৰ উগো নামক শিল্পীৰ কাছ থেকে স্বীকৃতি মিলে প্রথম গথিক শিল্পের। সুক্ষাগ্র খিলানেৰ ব্যবহাৰ গথিক স্থাপত্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য।